নেপালের হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনই বিপদে পড়া পর্বতারোহীদের উদ্ধার করে। ২৪ ঘণ্টা আগে তারাই বলেছিল সবাই বেঁচে। সোমবার বদলে গেল বক্তব্য।
উদ্ধারের পর বেস ক্যাম্পে আনা হয় সুভাষের দেহ। HRA-র দাবি, বাকি দু'জনের দেহ এভারেস্টের সাউথ রিজ-এ কোথাও রয়েছে। সব শেরপা ফিরে আসায় তাঁদের দেহ উদ্ধার করা যায়নি। নতুন করে শেরপা পাঠিয়ে উদ্ধার করতে গেলে কমপক্ষে ২-৩ দিন লেগে যাবে।
advertisement
এখনও দেহ উদ্ধার না হওয়ায় কি বেঁচে থাকতে পারেন গৌতম ঘোষ ও পরেশ নাথ? সেই সম্ভাবনা দেখছেন না এভারেস্টজয়ী বসন্ত সিংহরায়।
মৃত পর্বতারোহীদের দেহ ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার। মঙ্গলবারই নেপালের উদ্দেশে রওনা হচ্ছে রাজ্য সরকারের বিশেষ দল। দলে রয়েছেন ক্রীড়া দফতরের সচিব, যুগ্ম সচিব ও পর্বতারোহী উজ্জ্বল রায়। খোলা হল কন্ট্রোলরুমও।
নেপাল সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকারের প্রতিনিধিরা ৷ এদিন নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তিন সদস্যের সরকারি প্রতিনিধি দল। সুনীতা হাজরাকেও দেখতে যাওয়ার কথা তাঁদের ৷ উদ্ধার কাজ নিয়ে তদারকি চালাবেন তাঁরা ৷
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন তাঁরা ৷ আছেন সৈয়দ আহমেদ বাবা ও মুকেশ সিং ৷ আজই কাঠমান্ডু পৌঁছবেন তাঁরা ৷ এভারেস্টে নিখোঁজদের উদ্ধারকাজে তদারকি করবেন তাঁরা ৷ নেপাল সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকারের প্রতিনিধিরা ৷ এদিন নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তিন সদস্যের সরকারি প্রতিনিধি দল। সুনীতা হাজরাকেও দেখতে যাওয়ার কথা তাঁদের ৷ উদ্ধার কাজ নিয়ে তদারকি চালাবেন তাঁরা ৷
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন তাঁরা ৷ আছেন সৈয়দ আহমেদ বাবা ও মুকেশ সিং ৷ আজই কাঠমান্ডু পৌঁছবেন তাঁরা ৷ এভারেস্টে নিখোঁজদের উদ্ধারকাজে তদারকি করবেন তাঁরা ৷
সাম্প্রতিক অতীতে ছন্দা গায়েন। তারপর রাজীব থেকে সুভাষ। অপেক্ষা গৌতম ও পরেশের। সঠিক খবরের অপেক্ষায় পরিবারও।