জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মে দিবসের শ্রমিক আন্দোলনের সঙ্গেই সিঙ্গুরের কৃষক আন্দোলনের তুলনা করে শিক্ষামন্ত্রী বলেন, এই জয়ের পিছনে রয়েছে দশ বছরের রক্ত ঝরা আন্দোলন ৷ জোর করে কৃষকের বহু ফসলি জমি কেড়ে নেওয়ার পর যেভাবে সমাজের সর্বস্তরে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষনীয় ৷
জমিহীনদের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন তাপসী মালিক সহ ১৪ জন ৷ জমিহারা কৃষকদের অধিকার চেয়ে রুখে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই কর্মকান্ড, সর্বোপরি আন্দোলনের সমস্ত কর্মসূচি বিস্তারিত পড়া উচিত পড়ুয়াদের বলে দাবি জানান শিক্ষামন্ত্রী ৷
advertisement
তাই সিলেবাস কমিটির কাছে কৃষকদের জয়কে পাঠ্যক্রমে আনার আবেদন করেছে শিক্ষা দফতর ৷
এক নজরে সিঙ্গুর আন্দোলন,
দশ বছরের যুদ্ধ। পুলিশের মার, এক আদালত থেকে অন্য আদালত। সিঙ্গুর থেকে কলকাতা। মিছিল থেকে ধর্ণামঞ্চ। হতাশা আর বঞ্চনার পথ পেরিয়ে অবশেষে জয় ৷
-জুন, ২০০৬
সিঙ্গুরের জমি খাস করার বিজ্ঞপ্তি ভূমি রাজস্ব দফতরের
-নভেম্বর, ২০০৬
প্রথম পর্যায়ে ৯২ শতাংশ জমিদাতার সম্মতি আদায়
-ডিসেম্বর, ২০০৬
দ্বিতীয় পর্যায়ে অধিগ্রহণ শুরু
তখন যেন গতি পায় অধিগ্রহণ বিরোধী আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলনে সামিল হল দেশের অন্য অংশও।
-১৮ জুলাই, ২০০৬
সিঙ্গুরে ধান রুয়ে আন্দোলনের সূচনা তৃণমূল নেত্রীর
-২৯ নভেম্বর, ২০০৭
সিঙ্গুরে সমাবেশ থেকে অনিচ্ছুকদের জমি ফেরতের দাবি
সিঙ্গুরে ঢোকার পথে পুলিশের হাতে আক্রান্ত
-৩ ডিসেম্বর, ২০০৭
জমি অধিগ্রহণের প্রতিবাদে অনশনে তৃণমূল নেত্রী
২৮ ডিসেম্বর, ২০০৭
২৬ দিন পর অনশন ভাঙলেন মমতা
২৪ অগস্ট, ২০০৮
সিঙ্গুরে ফের অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়
-১৩ জুন, ২০১১
অনিচ্ছুক কৃষকদের জমি ফেরাতে সিঙ্গুর ল্যাণ্ড রিহ্যাবিলিটেশন অ্যাণ্ড ডেভেলপমেন্ট আইন, ২০১১ বিল বিধানসভায় পাস করায় তৃণমূল কংগ্রেস প্রশাসন
-২২ জুন, ২০১১
বিলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা টাটাদের
-২৮ সেপ্টেম্বর, ২০১১
সিঙ্গুর ল্যাণ্ড রিহ্যাবিলিটেশন অ্যাণ্ড ডেভেলপমেন্ট আইন ২০১১ বৈধ বলে রায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের
-২২ অক্টোবর, ২০১১
সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন টাটাদের
-২২ জুন, ২০১২
সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
২৯ জুলাই, ২০১২
সুপ্রিম কোর্টে আবেদন টাটাদের
- ৩১ অগস্ট, ২০১৬
বাম আমলের জমি অধিগ্রহণ অবৈধ বলে রায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের।
২০০৬ এর জুলাইতে আন্দোলনকারীদের ওপর প্রথম লাঠি চালায় পুলিশ। ১০ বছর পর পট পরিবর্তন ইতিহাসের। হতাশা, বঞ্চনা পেরিয়ে সিঙ্গুরের এখন ঘুরে দাঁড়ানোর পালা।