TRENDING:

মেলায় দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করায় আক্রান্ত ভাই

Last Updated:

বিষ্ণুপুরের নেপালগঞ্জ এলাকার নস্কার পাড়ায় শুক্রবার চড়কের মেলা বসে, সেখানে ভিড়জমায় এলাকার আট থেকে আশি ,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিষ্ণুপুর: বিষ্ণুপুরের নেপালগঞ্জ এলাকার নস্কার পাড়ায় শুক্রবার চড়কের মেলা বসে, সেখানে ভিড়জমায় এলাকার আট থেকে আশি , সন্ধ্যায় নস্কার পাড়ার বাপি নস্কর তার পরিবারের সাথে মেলায় যায়। মেলায় তখন বেজায় ভিড় সেখানেই কয়েকজন যুবক বেয়াদবি শুরুকরে,গ্রামের মেয়েদের কে কটূক্তি করতে থেকে। যুবকদের সাবধান করে বাপি ও তার পাড়ার কয়েক জন তারপর সেখান থেকে চলেও যায় তারা ।
advertisement

রাত নটা নাগাদ আবার সদলবলে আবার উপস্থিত হয় চড়কমেলায়, তকন বাপির দিদি ও গ্রামের মেয়েদের ওই যুবকরা কটূক্তি ও হাত ধরে টানাটানি করতে থাকে প্রতিবাদ করে প্রতিবেশী এক যুবক খবর পেয়ে বাপি যুবকদের বাঁধা দেয় তার পরই যুবকরা বাপি ও নিরাঞ্জন কে বেধড়ক মারধর করে, মুখ ফেটে যায় বাপির ঘটনার পর বিষ্ণুপুর থানায় ছয়জনের নামে অভিযোগ দায়ের করে বাপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঘটনার তদন্ত শুরুকরেছে পুলিশ,এর আগেও এই ধরনের ঘটনা এলাকায় বহুবার ঘটেছে স্থানীয় প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী দের।

বাংলা খবর/ খবর/Uncategorized/
মেলায় দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করায় আক্রান্ত ভাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল