রাত নটা নাগাদ আবার সদলবলে আবার উপস্থিত হয় চড়কমেলায়, তকন বাপির দিদি ও গ্রামের মেয়েদের ওই যুবকরা কটূক্তি ও হাত ধরে টানাটানি করতে থাকে প্রতিবাদ করে প্রতিবেশী এক যুবক খবর পেয়ে বাপি যুবকদের বাঁধা দেয় তার পরই যুবকরা বাপি ও নিরাঞ্জন কে বেধড়ক মারধর করে, মুখ ফেটে যায় বাপির ঘটনার পর বিষ্ণুপুর থানায় ছয়জনের নামে অভিযোগ দায়ের করে বাপি।
advertisement
ঘটনার তদন্ত শুরুকরেছে পুলিশ,এর আগেও এই ধরনের ঘটনা এলাকায় বহুবার ঘটেছে স্থানীয় প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী দের।
Location :
First Published :
April 15, 2017 2:51 PM IST