বিলটি সাংসদে পেশ করা হলে সেটির বিরোধীতা করেনি কেউ ৷ অথার্ৎ সর্বসম্মতভাবে পাশ হয়েছে বিলটি ৷ আইনে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়স ১৮ বছর। হিন্দুদের বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিয়ন্ত্রিত করবে এই আইন ৷ ২০১৫ সালে ২৫ সেপ্টেম্বর মাসে নিম্ন কক্ষে পাশ হয় বিলটি ৷
এর আগে পর্যন্ত পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের নিজেদের বিবাহ প্রমাণ করার জন্য সমস্যার মুখে পড়তে হত ৷ এবার থেকে হিন্দু মহিলাদেরও বিবাহের প্রমাণপত্র দেওয়া হবে যেখানে হিন্দু পণ্ডিতের স্বাক্ষর থাকবে ৷
advertisement
Location :
First Published :
February 18, 2017 2:47 PM IST