গত পাঁচ মাসে ভাঙড়ে আন্দোলনের ছবি বদলেছিল অনেকটাই। কিন্তু, রবিবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা আশিকুর রহমান ওরফে বাবুসোনাকে খুনের ঘটনা ঘিরে ফের অশান্তির ছায়া।
ভাঙড়ে টার্গেট তৃণমূল?
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত কয়েকদিন ধরেই কর্মীদের ওপর চলছে আক্রমণ।
গ্রেফতারের পর, ইতিমধ্যেই জামিন পেয়েছেন শর্মিষ্ঠা রায়চৌধুরী, প্রদীপ সিং ঠাকুর, কুশল দেবনাথের মতো নেতানেত্রীরা। ফলে, আন্দোলনে জোয়ার আনতে চাইছে রেড স্টার। ভাঙড়ে চলছে নতুন করে প্রচারও।
advertisement
রেড স্টারের নয়া প্রচার
- নির্মীয়মাণ প্রকল্প থেকে জমিতে মিশছে বিষাক্ত জল ও তেল
- তাতে দূষিত হচ্ছে পরিবেশ
- জীবনধারণে ঘোরতর সমস্যায় পড়বেন সাধারণ মানুষ
এলাকার ভৌগলিক অবস্থান দারুণ ভাবে কাজে লাগাচ্ছে আন্দোলনকারীরা। আর তার ফলেই রেড স্টার নেতা অলীক চক্রবর্তীর টিকিও ছুঁতে পারেনি পুলিশ।
Location :
First Published :
July 31, 2017 9:50 AM IST