TRENDING:

SSKM-এ আগুন, অন্তর্ঘাতের আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Last Updated:

বিধ্বংসী আগুনের কবলে SSKM ৷ সোমবার রোনাল্ড রস বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে ৷পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগুন লেগেছে? না কী লাগিয়ে দেওয়া হয়েছে? এসএসকেএমে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা খোদ মুখ্যমন্ত্রী। বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ, দমকল ও হাসপাতাল কর্তপক্ষকে। এক্ষেত্রে গাফিলতি হলে তাও অন্তর্ঘাতেরই অঙ্গ বলে বিবেচিত হবে। বহরমপুর, এগরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগার পরও কেন ফিরল না হুঁশ?  কেন অন্তর্ঘাতের আশঙ্কা ? উঠছে প্রশ্ন।
advertisement

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লাগা প্রসঙ্গে এমনই আশঙ্কা খোদ মুখ্যমন্ত্রীর। কিন্তু কেন?  কেন অন্তর্ঘাত?  কোথায় ছিল গাফিলতি?  এমনই অন্তর্ঘাতের আশঙ্কায় তিন মাস আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আগুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। মুর্শিদাবাদ হাসপাতালের আগুনে হুড়োহুড়িতে মৃত্যু হয় দুজনের। দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক নবজাতকেরও।

advertisement

এসএসকেএমের ঘটনাও কী অন্তর্ঘাত? মুখ্যমন্ত্রীর আশঙ্কায় এই প্রশ্নই জোরালো হয়ে উঠছে। মুর্শিদাবাদের ঘটনার পর বেশ কিছু নতুন ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঠিক হয় হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডবলুডি বা পূর্ত বিভাগ প্রতিদিন রিপোর্ট দেবে। এসএসকেএমের ঘটনায় এমন কোনও রিপোর্ট কী দিয়েছিল পূর্ত বিভাগ? খতিয়ে দেথা হচ্ছে সবকিছু।     

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হতাহতের নিরিখে ২০১১-র আমরি কিংবা ২০১৬-র অগস্টের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সঙ্গে কোনও মিলই নেই। কিন্তু আতঙ্কের ছবিটা কোথাও গিয়ে যেন মিলে গেছে। নামেই সুপার স্পেশালিটি।  

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
SSKM-এ আগুন, অন্তর্ঘাতের আশঙ্কা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল