TRENDING:

৭-৮ ঘণ্টা নয়, পুরো ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে LG-র এই ল্যাপটপ

Last Updated:

ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে মানুষকে সমস্যার মুখে পড়তে হয় ৷ আপনিও কী এমন সমস্যায় ভুগচ্ছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ল্যাপটপ যতই দামি হোক না কেন ব্যাটারি ব্যাক আপ ভালো না থাকলে পুরো বিষয়টিই বেকার হয়ে যায় ৷ ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে মানুষকে সমস্যার মুখে পড়তে হয় ৷ আপনিও কী এমন সমস্যায় ভুগচ্ছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷
advertisement

সম্প্রতি এলজি এমন একটি ল্যাপটপ লঞ্চ করেছে যার ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রয়েছে ৷ শুনে অবাক লাগতে পারে ৷ কিন্তু এলজি সিইএস ২০১৭ তে ল্যাপটপ লঞ্চ করা সময় এই দাবি করেছেন ৷

কিন্তু যে বিষয়টিতে খটকা লাগছে তা হল যে বেঞ্চমার্ক ব্যবহার করে এলজির গ্রাম ১৪ ল্যাপটপের ব্যাটারির পরীক্ষা করা হয়েছে তা প্রায় ১০ বছরের পুরনো ৷ এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জানানোর সময় টেক ওয়েবসাইট সোনেট জানিয়েছে, এলজি এই ল্যাপটপের ব্যাটারির টেস্ট করার জন্য মোবাইলমার্ক ২০০৭ বেঞ্চমার্ক টুল ব্যবহার করা হয়েছে ৷

advertisement

এই বেঞ্চমার্কে ইউজার ল্যাপটপকে বনা ওয়াই ফাই ও কম ব্রাইটনেস লেবেলে ব্যবহার করে থাকে ৷ কিন্তু গত কয়েক বছরের মানুষের ব্যবহার ও প্রযুক্তি সম্পূর্ণ বদলে গিয়েছে ৷ তাই লেটেস্ট বেঞ্চমার্ক টুলের সাথে এই ল্যাপটপ ব্যাটারি ২০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷

ফিচার্সের মধ্যে রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ৷ স্ক্রিন রেসিলিউশন (1080x1920 পিক্সেল) ৷ পাশাপাশি ১৬ জিবি র‍্যাম আপডেট করা হয়েছে ৷ মেমরির কথা মাথায় রেখে সংস্থা ৫১২ জিবি এসডিডি স্টোরেজের ব্যবস্থা রেখেছে ৷ ফলে আপনার পছন্দের গান, সিনেমা, ডেটা সমস্ত কিছু স্টোর করার জন্য প্রচুর জায়গা পাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কানেক্টিভির জন্য রয়েছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি মাইক্রো এসডি কার্ড স্লট, একটি এইচডিএমআই পোর্ট ও ওয়াইফাই ৮০২.১১ এসি-র মতো ফিচার্স ৷ পাশপাশি উইনডোস হ্যালো সার্পোট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ৷ কোরিয়ার বাজারে এর দাম প্রায় ৮০,৯০০ টাকা ৷ ভারতীয় বাজারে কবে এই ল্যাপটপ কবে লঞ্চ হবে এবং কত মূল্য হবে তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে ৷

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
৭-৮ ঘণ্টা নয়, পুরো ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে LG-র এই ল্যাপটপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল