TRENDING:

থিম-ভাবনার ভিত ‘অনু থেকে সৃষ্টি’, মণ্ডপসজ্জায় প্রতিফলনের বিশেষ ব্যবহার উত্তর কলকাতার এই পুজোয়

Last Updated:

পরিবেশগত ভাবে একটা পুকুর আছে। ফলে সেই পুকুরে প্রতিফলন। এবং সেইসঙ্গে ভাবনার অভিনবত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটাই মণ্ডপ। কিন্তু দেখবেন দুটো। প্রতিফলনের কারসাজি, নাকি এক অনু থেকে অন্য অনুতে বদল। বুঝতে বুঝতেই প্রতিমার সামনে। সেখানেও আরেক চমক। এবার প্রতিমায়। গল্পটা কঠিন তত্ত্বের। অনু থেকে জীবনের।
advertisement

অনুধ্যায়। অনু থেকে সৃষ্টি। এই ভাবনাই ভিত। সেইসঙ্গে প্রতিবিম্ব ব্যবহারের মুন্সিয়ানা । রজত জয়ন্তী বর্ষের পুজোয় এভাবেই দর্শকদের নজর কাড়তে চাইছে কেষ্টপুরের প্রফুল্লকানন বালকবৃন্দ। থিম মেকারের দাবি, মণ্ডপ একটাই। কিন্তু দর্শকের চোখে ধরা দেবে দুটি মণ্ডপের অনুভূতি।

ভাবনায় নতুনত্ব। সেইসঙ্গে চমকও। থিমের পুজোগুলিকে লক্ষ করলে কমবেশি এই স্বকীয়তাই প্রাথমিক মাপকাঠি। এই চিন্তাভাবনার বাইরে নয়, কেষ্টপুরের প্রফুল্লকানন বালকবৃন্দও। পরিবেশগত ভাবে একটা পুকুর আছে। ফলে সেই পুকুরে প্রতিফলন। এবং সেইসঙ্গে ভাবনার অভিনবত্ব। সব কিছুর মিশেলই এবার তাদের দর্শক টানার হাতিয়ার। শিল্পীর দাবি, আলো-ছায়ার খেলায় একটি মায়াবি জগত তৈরি করতে চাইছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
থিম-ভাবনার ভিত ‘অনু থেকে সৃষ্টি’, মণ্ডপসজ্জায় প্রতিফলনের বিশেষ ব্যবহার উত্তর কলকাতার এই পুজোয়