TRENDING:

জয়পুরিয়া কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ

Last Updated:

কেশপুর বা শান্তিপুর কলেজের ছবি এবার জয়পুরিয়া কলেজে ৷ ওফের আক্রান্ত কলেজের অধ্যক্ষ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেশপুর বা শান্তিপুর কলেজের ছবি এবার জয়পুরিয়া কলেজে ৷ ওফের আক্রান্ত কলেজের অধ্যক্ষ ৷ এবার জয়পুরিয়া কলেজ ৷ সোমবার কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে ৷ বাড়িতে ঢোকার সময় তাকে মারধর করা হয়েছে ৷ চিঠি লিখে নারকেলডাঙা থানায় অভিযোগ জানান জয়পুরিয়ার অধ্যক্ষ ৷ মুখে কাপড় বেঁধে একদল যুবক হামলা চালায় তার উপরে ৷
advertisement

জানা গিয়েছে, দুপুর ১.৫০ নাগাদ বাড়ি থেকে কলেজে উদ্দেশ্যে রওনা দেন অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। রাজা দীনেন্দ্র স্ট্রিটে যানজটে আটকে পরে গাড়ি। অভিযোগ, তখনই চড়াও হয় রুমালে মুখ ঢাকা ২০-২২ বছরের দুই যুবক। গাড়ি লক করা না দরজা খুলে তাকে মারধর করা হয় ৷ এরপর থানায় অভিযোগ জানিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি ৷ নারকেলডাঙা থানার আধিকারিকরা জানিয়েছেন, তারা এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে।

advertisement

ঘটনার পর অশোক মুখোপাধ্যায় জানান, ‘এই ঘটনা অনভিপ্রেত, আমি হতচকিত ৷ গাড়ির দরজা খুলেই মারধর শুরু করে ৷  মুখে কাপড় বাঁধা ছিল সকলের ৷ ভয় পাচ্ছি না, রোজ কলেজে যাব ৷ কলেজের সঙ্গে সম্পর্ক আছে কিনা জানি না ৷ আমার জীবনে এমন ঘটনা প্রথম ঘটল ৷’

কয়েকদিন আগেই ছাত্র সংঘর্ষ, বহিরাগতদের তাণ্ডব, ভাইস প্রিন্সিপালকে মারধরের অভিযোগ। উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ঘটনার জেরে বন্ধ রাখতে হয় পঠনপাঠন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

এর কয়েকদিন আগে অধ্যাপককে গান পয়েন্টে হুমকি দেওয়ার ঘটনা ঘটে শান্তিপুর কলেজে ৷ কলেজে ঢোকার সময় অঙ্কের অধ্যাপক অমরজিৎ কুণ্ডুকে মারধরের অভিযোগ উঠেছিল। তবে এখানেই শেষ নয় ৷  সটান টিচার্স রুমে ঢুকে তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল কুড়ি থেকে বাইশ জন বহিরাগতর বিরুদ্ধে।৷ গত কয়েক মাসে বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও অধ্যাপকদের নিগ্রহেরর অভিযোগ উঠেছে বারবার।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
জয়পুরিয়া কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ