পক্ষপাতিত্বের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এসপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আইপিএস ভারতী ঘোষকে ৷ ভারতী ঘোষ সব পাঁচ এসপিকে ফিরিয়ে দেওয়া হল পুরনো পদে ৷ বীরভূম, বর্ধমান, মালদহ, দঃ দিনাজপুর ও উঃ ২৪ পরগনা থেকে ওই ৫ এসপিকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ৷
এই বিজ্ঞপ্তি অনুসারে উঃ ২৪ পরগনার SP পদে ফিরছেন তন্ময় রায়চৌধুরী ৷ আবার পশ্চিম মেদিনীপুরের SP হচ্ছেন ভারতী ঘোষ ৷ নতুন করে বীরভূমের SP হচ্ছেন মুকেশ কুমার ৷ মালদহ SP পদে ফিরলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ দঃ দিনাজপুরের SP হলেন অর্ণব ঘোষ ৷
advertisement
একইসঙ্গে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল চারজন IPS-কে ৷ সেই লিস্টে রয়েছেন কলকাতার দুই DC ৷ কম্পালসারি ওয়েটিংয়ের নির্দেশ পেয়েছেন দঃ দিনাজপুরের SP রশিদ মুনির খান, ডিসি ESD ধ্রুবজ্যোতি দে, ডিসি SSD (যাদবপুর) সন্তোষ পান্ডে এবং ডিসি সাউথ-ইস্ট সুমনজিৎ রায় ৷