TRENDING:

ছুটির গেরোয় সরকারি স্কুল, পিছোল পরীক্ষা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অতিরিক্ত গরমের শুধু আবহাওয়া বা স্বাস্থ্যেই নয় প্রভাব ফেলেছে পড়াশুনাতেও ৷ গরমের ছুটির গেরোয় পিছিয়ে গেল স্কুলের সমস্ত পরীক্ষা ৷ তাপপ্রবাহের জেরে সরকারী স্কুলগুলিতে আগেভাগে ছুটি দিয়ে দেওয়ায় বাড়ল গরমের ছুটি। কিন্তু কমে গেল স্কুলে ক্লাসের সংখ্যা। যার জেরে বদলানো হচ্ছে স্কুলের পরীক্ষার সময়সূচি ।
advertisement

শিক্ষা দফতর সূত্রে খবর, এক মাসেরও বেশি পিছিয়ে যাচ্ছে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষার সময়সূচি। একইসঙ্গে পিছিয়ে দেওয়া হচ্ছে দশম শ্রেণির মূল্যায়ন পরীক্ষাও। স্কুলে ক্লাসের সংখ্যা কম হওয়ার কথা মেনে নিয়ে পর্ষদ প্রশাসকের দাবি, পাঠ্যক্রম শেষ করতে অসুবিধা হবে না। সিলেবাস শেষ করার ক্ষেত্রে বাড়িতে থেকে পড়ার উপরেও জোর দিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ।

advertisement

ছুটির পরেও ছুটি। প্রায় টানা দু-মাসের ছুটিতে স্কুল খোলা থাকছে শুধু দুদিন। ফলে কমছে ক্লাসের সংখ্যা। তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ১১ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত আগাম গরমের ছুটি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ৷ আবহাওয়া পাল্টালেও খোলেনি স্কুল ৷ এদিকে এবছর ১৯ মে থেকে ১৩ জুন পর্যন্ত সরকারি স্কুলগুলি গরমের ছুটির জন্য বন্ধ থাকার কথা ৷ এমন পরিস্থিতি সময়ের মধ্যে সিলেবাস শেষ কার দুষ্কর ৷ এদিকে মধ্য শিক্ষা পর্ষদের দাবি, সিলেবাস শেষ করতে কোনও অসুবিধা হবে না ৷

advertisement

কীভাবে পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত নিতে বুধবার নিবেদিতা ভবনে জরুরি বৈঠক করে মধ্য শিক্ষা পর্ষদ। ছুটির জেরে এক মাসেরও বেশি পিছিয়ে যাচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের সব পরীক্ষা। এক নজরে দেখে নিন, পরিবর্তিত পরীক্ষার সময়সূচি

পঞ্চম-দশম শ্রেণি

ফার্স্ট টার্ম-- হওয়ার কথা ছিল এপ্রিলে, হবে ১৩-২২ জুনের মধ্যে ৷

advertisement

সেকেন্ড টার্ম -- হওয়ার কথা ছিল ৭ অগাস্টে, শেষ করতে হবে ৭ সেপ্টেম্বরের মধ্যে ৷

থার্ড টার্ম -- পঞ্চম থেকে নবম শ্রেণির ক্ষেত্রে পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে৷ যদিও প্রথম সপ্তাহের আগে পরীক্ষা শুরু করা যাবে না ৷ ৩ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে দশম শ্রেণির পরীক্ষা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছুটির জেরে ক্লাসপরীক্ষার সূচিরও পরিবর্তন হবে। যদিও পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের উপরই ছেড়েছে পর্ষদ। স্কুলে ক্লাস কমায় নতুন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষার্থীরা খানিকটা সমস্যায় পড়বেন বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
ছুটির গেরোয় সরকারি স্কুল, পিছোল পরীক্ষা