TRENDING:

শনিবার হাইভোল্টেজ ডার্বি, খেতাবের লক্ষ্যে জয়ে ফিরতে চায় বাগান

Last Updated:

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গা ঘামানোর সুযোগ পেল না মোহনবাগান। তারওপর অনুশীলনে বিভ্রাট। ভুল বোঝাবুঝি নিয়ে অন্য মাঠে চলে গিয়ে আরও দেরি। শনিবাসরীয় ডার্বির স্ট্র্যাটেজি তৈরি হলেও, নর্ডিকে নিয়ে জিইয়ে থাকল ধোঁয়াশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গা ঘামানোর সুযোগ পেল না মোহনবাগান। তারওপর অনুশীলনে বিভ্রাট। ভুল বোঝাবুঝি নিয়ে অন্য মাঠে চলে গিয়ে আরও দেরি। শনিবাসরীয় ডার্বির স্ট্র্যাটেজি তৈরি হলেও, নর্ডিকে নিয়ে জিইয়ে থাকল ধোঁয়াশা। সঞ্জয় সেন আছেন, কিন্তু রির্জাভ বেঞ্চে তিনি নেই। সনি নর্ডি আছেন, কিন্তু মাঠে নামবেন কিনা ঠিক নেই। কোচ ধাক্কা সামাল দিয়ে উঠলেও, নর্ডিকে নিয়ে আশঙ্কার কালো মেঘ রয়েই গেছে শিলিগুড়িতে বাগানের আকাশে। সিদ্ধান্ত হবে ডার্বির সকালে। তার আগে আপাতত সামলে চলো মনোভাব মোহনবাগানের। আই লিগের খেতাব ধরে রাখতে পা ফস্কালেই হাওয়া ঘুরে যাওয়ার আশঙ্কা।
advertisement

১৯৮৮ সালে এয়ারলাইন্স কাপে শিলিগুড়িতে সরসারিভাবে একবারই মুখোমুখি হয়েছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। ১-১ ড্র। এবার আইজল ম্যাচে ধাক্কার পর ফের জয়ের ছন্দে ফিরতে মরিয়া মোহনবাগান।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Uncategorized/
শনিবার হাইভোল্টেজ ডার্বি, খেতাবের লক্ষ্যে জয়ে ফিরতে চায় বাগান