পুলিশি হেনস্থা সহ্য করতে না পেরে আত্মঘাতী কংগ্রেস কর্মীর স্ত্রীর ৷ ঘটনাটি কান্দির উমাপাড়ার ঘটনা ৷ জানা গিয়েছে, সোমবার রাতে তল্লাশির নামে কংগ্রেস কর্মীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশ ৷ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মহিলা ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে মহিলার মৃত্যুর পিছনো আর কোনও রহস্য আছে কি না তা এখনও স্পষ্ট হয়নি ৷
#মুর্শিদাবাদ: পুলিশি হেনস্থা সহ্য করতে না পেরে আত্মঘাতী কংগ্রেস কর্মীর স্ত্রীর ৷ ঘটনাটি কান্দির উমাপাড়ার ঘটনা ৷ জানা গিয়েছে, বছর দেড়েক আগে কান্দি পুরসভার ভোটে কংগ্রেসে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৃতের স্বামী আজিজুল হক। অভিযোগ, তারপর থেকেই আজিজুল হককে একাধিক মিথ্যা মামলায় ফাঁসায় কান্দি থানার পুলিশ। গত ছ মাস ধরে গা ঢাকা দিয়েছেন আজিজুল হক। ৷ সোমবার রাতে আজিজুল হকের খোঁজে তাদের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ তাকে ধরতে না পেরে তল্লাশির নামে আজিজুল হকের স্ত্রীকে হেনস্থা করে পুলিশ ৷ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মহিলা ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে মহিলার মৃত্যুর পিছনে আর কোনও রহস্য আছে কি না তা এখনও স্পষ্ট হয়নি ৷ পুলিশ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷