TRENDING:

‘‘ বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা, এগুলোই সরকারের চাবিকাঠি ’’: মুখ্যমন্ত্রী

Last Updated:

সমস্ত সরকারি দফতরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ৷ দায়িত্বে গাফিলতি হলে তার সাজা ভোগ করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েতের দুর্নীতি ঠেকাতে এখন তৎপর রাজ্যসরকার ৷ পঞ্চায়েতে দুর্নীতি রোধ করতে ভাতা বৃদ্ধির কথাও এদিন রাজ্য পঞ্চায়েতী রাজ সম্মেলনের উদ্বোধনে এসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের জন্য কড়া বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব পঞ্চায়েত সদস্য ও চুক্তিভিত্তিক কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকার কথাও শুক্রবার ঘোষণা করেন তিনি।
advertisement

পঞ্চায়েত সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ বিশ্বাস, কর্মদক্ষতা, স্বচ্ছতা ও সৃষ্টিশীলতা, ভাল কাজ করতে এগুলোকে মাথায় রাখতে হবে ৷ কাজ করার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে ৷ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে জানতে হবে ৷ বুদ্ধি খরচ করে কাজ করতে হবে ৷ অল্প অল্প কাজ করুন, ভাগাভাগি করে কাজ করুন ৷ ’’

advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ নিজের এলাকায় ঘুরুন, ছোট ছোট কাজগুলো দেখুন ৷ যেটা প্রয়োজন সেটা তখনই করে ফেলুন ৷ তাহলেই মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ৷ যেটা আপনি পারবেন না, আমাদের জানান ৷ সেইসঙ্গে নিজেদের কাজ নিজেরা দেখুন ৷ প্রয়োজনে দৌড়তে হবে, দৌড়ে কাজ করুন ৷ জেলাশাসককে জানান, রিভিউ বৈঠকে আমাকে জানান ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডিজিটাল রেশন কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ ডিজিটাল রেশন কার্ডে অনেক ভ্রান্তি রয়েছে ৷ যে ডেটা অপারেটর কাজ নিয়েছে তার ভুল হলে তাকেই দায়িত্ব নিয়ে ঠিক কাজটা করতে হবে , নাহলে আইনত ব্যবস্থা নেব ৷ বিপিএলের নাম কেটে এপিএলের নাম ঢোকানো হচ্ছে ৷ এসব করতে দেব না ৷ যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ৷ কোনও অভিযোগ যেন আমাদের শুনতে না হয় ৷ এগুলো সব ধরা পড়েছে তাই এক মাস সময় বাড়িয়েছি ৷ একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা একাজ করছেন ৷ ‌যারা পুরনো রেশন নিতেন তাদের সবাইকে রেশন দিতে হবে ৷ সমস্ত সরকারি দফতরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ৷ দায়িত্বে গাফিলতি হলে তার সাজা ভোগ করতে হবে ৷ আমি সিরিয়াসলি একথা বলছি ৷ কাজে ভুল, গাফিলতি কিন্তু একেবারেই বরদাস্ত করা হবে না ! ’’

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
‘‘ বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা, এগুলোই সরকারের চাবিকাঠি ’’: মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল