ঋণের বোঝায় জর্জরিত রাজ্য। রাজকোষেরও বেহাল দশা। ভোটারদের হাল যতই বেহাল থাক না কেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট প্রার্থীর সংখ্যাটা এ রাজ্যে নেহাত কম নয়। প্রথম দফার প্রার্থীদের হলফনামার ভিত্তিতে এমনই চমকপ্রদ পরিসংখ্যান দিল ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস। প্রথম দফার ভোটে,
মোট প্রার্থী ২৯৬ ৷ কোটিপতি প্রার্থী: ২৩ ৷ কোটিপতি প্রার্থী রয়েছে অধিকাংশ দলে। বিভিন্ন দলের কোটিপতিদের সংখ্যা ৷ তৃণমূলে ১৪ জন, বিজেপিতে ৪ জন, কংগ্রেসে ৩ জন ৷
advertisement
সবচেয়ে বড়লোক প্রার্থীরা
প্রার্থী --- কেন্দ্র --- দল --- সম্পত্তি
সমীর চক্রবর্তী --- তালড্যাংরা, বাঁকুড়া --- তৃণমূল --- ৪০ কোটির বেশি
প্রদীপ কুমার মজুমদার --- দুর্গাপুর পূর্ব, বর্ধমান --- তৃণমূল --- ১২ কোটির বেশি
সৌমেন কুমার মহাপাত্র --- পিংলা, প: মেদিনীপুর --- তৃণমূল --- ৭ কোটির বেশি
অপূর্ব মুখোপাধ্যায় --- দুর্গাপুর পশ্চিম, বর্ধমান --- তৃণমূল --- ৪ কোটির বেশি
দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও --- পুরুলিয়া, পুরুলিয়া --- তৃণমূল --- ২ কোটির বেশি
সবচেয়ে গরিব প্রার্থীরা
প্রার্থী --- কেন্দ্র --- দল --- সম্পত্তি
সুনীতি মুদি --- মানবাজার, পুরুলিয়া --- এসইউসিআই --- ৫০০ টাকা
তনুশ্রী দোলই --- চন্দ্রকোনা, প: মেদিনীপুর --- এসইউসিআই --- ৫০০ টাকা
লালমোহন মল্ল --- বাঁকুড়া, বাঁকুড়া --- বিএসপি --- ৫০০ টাকা
সাধন চট্টরাজ --- ওন্দা, বাঁকুড়া --- বিএসপি --- ৫০০ টাকা
রাজীব মুদি --- বিনপুর, প: মেদিনীপুর --- এসইউসিআই --- ৯৭৫ টাকা
আয়করের নথি পেশ করেননি
প্রার্থী --- কেন্দ্র --- দল --- সম্পত্তি
পুলিনবিহারী বাস্কে --- গোপীবল্লভপুর, প: মেদিনীপুর --- সিপিএম --- ৯৫ লাখের বেশি
ইপিল মুর্মু --- মানবাজার, পুরুলিয়া --- সিপিএম --- ৮৯ লাখের বেশি
সন্তোষ দেবরায় --- দুর্গাপুর পূর্ব, বর্ধমান --- সিপিএম --- ৭৭ লাখের বেশি