জয়ললিতার মৃত্যুর পর বুধবার তামিলনাড়ুর চিচোলিতে একটি শোকসভা আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু এই শোকসভা বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে ৷ শোকসভায় মৃত ব্যক্তিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বদলে, দলের এক নেতাকে নীরবতা পালনের সময় হাসতে দেখা গেল ৷ নীরবতা পালনের সময় বিজেপি নেতার হাসার ছবিটি ধরা পড়েছে ক্যামেরায় ৷
এদিন শোকসভাতে উপস্থিত ছিলেন নেতা, কর্মী ও স্থানীয়রা ৷সভাতে যখন জয়ললিতাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হচ্ছিল, তখনই এলাকার বিজেপি নেতা ওমপ্রকাশ যাদবকে হাসতে দেখা যায় ৷
advertisement
এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যাওয়াতে অস্বস্থির মুখ পড়তে হয়েছে তাকে ও দলকে ৷ এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে ৷ তবে বিজেপি এই বিষয়টি ওমপ্রকাশের ব্যক্তিগত মামলা বলে এড়িয়ে যেতে চেয়েছে ৷