TRENDING:

অ্যাম্বুলেন্সের দরজা আটকে মৃত্যু ২ মাসের সদ্যজাত শিশুর

Last Updated:

অ্যাম্বুলেন্সের দরজা আটকে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ২ মাসের সদ্যজাতর ৷ অভিযোগ, অসুস্থ শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: অ্যাম্বুলেন্সের দরজা আটকে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ২ মাসের সদ্যজাতর ৷ অভিযোগ, অসুস্থ শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্ত দরজায় সমস্যা থাকায় অ্যাম্বুলেন্সের দরজা আটকে যায় ৷ অনেক চেষ্টা করার পরও সেটা খোলা যাচ্ছিল না ৷ এর জেরে শ্বাসকষ্ট হয়ে অ্যাম্বুলেন্সের ভিতরেই মৃত্যু হয় শিশুটির ৷ প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর অবশেষে দরজা খোলা হয় ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷
advertisement

আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রূকুটি, বৃষ্টি বাড়বে শহরে

কার্ডিয়াক সার্জারির জন্য বিহার থেকে শিশুটিকে ছত্তিসগড়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রায়পুরে পৌঁছে সঞ্জীবনি এক্সপ্রেস যারা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় তাদের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির বাবা-মা ৷ ভিম রাও আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জীবনি এক্সপ্রেসের অ্যাম্বুলেন্সে ৷

আরও পড়ুন: ডাক্তারকে ভরসা করে স্টোন অপারেশন করতে গিয়ে কিডনি খোয়ালেন রোগী !

advertisement

কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর দেখা যায় যে দরজাটি আটকে গিয়েছে ৷ প্রায় ৩০ মিনিট অ্যাম্বুলেন্সে আটকে পরে শিশুটি ৷ তার বাবা অ্যাম্বুলেন্সের জানলা ভাঙার চেষ্টা করলে উপস্থিত ব্যক্তিরা সরকারি সম্পতি নষ্ট করতে তাকে বাধা দেয় ৷ বহু চেষ্টা করার পরও দরজা খোলা যায়নি, এবং একাধিক বার অনুরোধ করার পরও জানলাটিও ভাঙতে দেওয়া হয়নি ৷

advertisement

আরও পড়ুন: ‘বিয়ে মানেই এটা নয় যে, যৌনসঙ্গমের জন্য সবসময় তৈরি থাকতে হবে’

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তবে অ্যাম্বুলেন্স সংস্থার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তারা জানিয়েছে, হাসপাতালে পৌঁছনোর অনেক আগেই মৃত্যু হয় শিশুটির ৷ হাসপাতালে পৌঁছে কয়েক মিনিটের জন্য দরজা লক হয়ে যায় ৷ জানলা দিয়েই শিশুটিকে বের করে আনা হয় ৷ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অ্যাম্বুলেন্সের দরজা আটকে মৃত্যু ২ মাসের সদ্যজাত শিশুর