আরও পড়ুন : জীবনে সফল হতে চান ? দেখে নিন মুস্তাফার জীবনের গল্প
নিত্যযাত্রীদের অভিযোগ ধৃত দুজন নিজেদেরকে টিকিট পরীক্ষক বলে পরিচয় দিয়ে টিকিট পরীক্ষা করেছেন ৷ টিকিট না থাকলে জরিমানাও করেছেন ৷ নিত্যযাত্রীদের মধ্যে সন্দেহ হলে দুই টিকিট পরীক্ষকের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে অভিযুক্ত টিকিট পরীক্ষকেরা তাঁদের আসল পরিচয়পত্র দেখাতে পারেন নি ৷ অফিস টাইমে এই ধরনের যাত্রী নিগ্রোহে ক্ষিপ্ত জনতা আরপিএফে অভিযোগ দায়ের করলেই প্রকাশিত হয় আসল সত্য ৷ জানতে পারা যায় ওই দুই টিকিট পরীক্ষক আসলে ভুয়ো টিকিট পরীক্ষক ৷
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান অনেকদিন ধরে এই কারবারে অভিযোগকারীরা লিপ্ত ছিল ৷ এর পেছনে বিভিন্ন শাখা প্রশাখা আছে বলেই মনে করা হচ্ছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁদের আজই চুঁচুড়া আদালতে তোলা হবে ৷ কেনই বা এমন পথ অবলম্বন করল ধৃতরা, সেই ব্য়াপারও খতিয়ে দেখছে পুলিশ ৷ সঙ্গে দেখা হচ্ছে তাঁদের আসল পরিচয়ও ৷