TRENDING:

সরকার পরিবর্তনের হাওয়ায় এবার বন্ধ হতে চলেছে সরকারি কর্মচারীদের স্থায়ী পিএফ, পেনশন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: পরিবর্তনের হাওয়ায় সরকারে বদল আসতেই বদলাচ্ছে রাজ্যের বহু নীতি ৷ ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে বিজেপি সরকারের নির্বাচনী অ্যাজেন্ডায় ছিল রাজ্যে বেকারদের জন্য চাকরি ও সরকারি কর্মচারীদের বেতনের উন্নতি ঘটাতে কেন্দ্রের সমান সমান রাজ্যেও সপ্তম কমিশন চালু ৷ ক্ষমতায় এসে নয়া বিজেপি সরকার সপ্তম কমিশনে নিয়ে উদ্যোগী হলেও অন্যদিকে সরকারের নয়া সিদ্ধান্তে মাথায় হাত ত্রিপুরার সরকারি কর্মচারীদের ৷
advertisement

ত্রিপুরায় বিজেপি সরকারের সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে সরকারি কর্মচারীদের জন্য থাকবে কোনও স্থায়ী পিএফ ও পেনশন ৷ বিজ্ঞপ্তি দিয়ে ত্রিপুরার বিপ্লব দেব সরকার জানিয়েছে, পয়লা জুলাই, ২০১৮-এর পর যে সব নতুন সরকারি কর্মচারী চাকরিতে যোগ দেবেন, তাদের জন্য থাকবে না কোনও স্থায়ী পিএফ ও পেনশন ৷ তাদের জন্য চালু করা হবে ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ ৷

advertisement

আরও পড়ুন 

ডিভোর্স কেসে আদালতে হাজিরা, চোখ টানছে শোভন-বৈশাখির ‘রঙমিলান্তি’

ত্রিপুরার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি নং: এফ বি (১)-ফিন (জি)/২০০৪ (পি-১) অনুযায়ী, কেন্দ্রের ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ প্রকল্পের আদলে নয়া ত্রিপুরার নতুন রাজ্য সরকারি কর্মচারীরা অবসরের পর নিয়মিত পেনশনের বদলে এককালীন নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন ৷ সরকারের এই সিদ্ধান্তে প্রবল হতাশ রাজ্যের সরকারি কর্মচারীরা ৷

advertisement

অন্যদিকে, এমন সিদ্ধান্তের ব্যাখ্যা হিসেবে ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানিয়েছেন, পেনশন খাতে বিপুল খরচ নাগরিকদের উপরই করের বোঝা বাড়াচ্ছে ৷ তাই ভবিষ্যত নাগরিকদের উপর থেকে বোঝা কমানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার ৷ এই যুক্তির সমর্থনে অর্থমন্ত্রী নথি প্রকাশ করে জানান, সরকারি কর্মদের পেনশন বাবদ ২০০৬-০৭ সালে রাজ্যের খরচ ছিল ২৬৭ কোটি ৩৫ লক্ষ টাকা। ২০১৭-১৮ সালে সেই খরচ ১৬০৫ কোটি ১ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে।

advertisement

আরও পড়ুন 

আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে এবার এসএসসির হলফনামা তলব হাইকোর্টের

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কেন্দ্রে অটলবিহারী বাজপেয়ী সরকার ২০০৩ সালে চালু করে ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ ৷ ২০০৪ সালের পয়লা জানুয়ারি থেকে এই স্কিম লাগু হয় ৷ ইতিমধ্যেই অসম, হিমাচলের মতো বহু রাজ্যেই এই মডেল অনুসরণ করা হয় ৷ উল্লেখ্য, এর আগে ত্রিপুরার বাম সরকারের কাছেও এই প্রকল্প চালু করার প্রস্তাব এসেছিল ৷ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, রাজ্যের মানুষের স্বার্থেই সেই প্রকল্প মানেননি বামফ্রন্ট সরকার ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সরকার পরিবর্তনের হাওয়ায় এবার বন্ধ হতে চলেছে সরকারি কর্মচারীদের স্থায়ী পিএফ, পেনশন