আরও পড়ুন : বহিরাগত ঠেকাতে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে চলছে নাকা তল্লাশি
নিশ্চ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় জেলায় চলছে রুটমার্চ ৷ বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিংও ৷ বিশেষত সীমান্তের জেলাগুলিতে নিরাপত্তা নজরদারি চোখে পড়ার মত ৷ এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৪৮,৬৫০, ১৬,৮১৪ আসনে ভোট হবে না ৷ পঞ্চায়েত সমিতির মোট আসন ৯,২১৭, পঞ্চায়েত সমিতিতে ৬,১৫৭টি আসনে ভোট হবে ৷ জেলা পরিষদের মোট আসন ৮২৫, ভোট হবে ৬২১ আসনে ৷
advertisement
আরও পড়ুন : অপারেশন থিয়েটারে নার্সের মৃতদেহ, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে
নির্বাচন কমিশন সূত্রে খবর শেষ মুহূর্তের মহড়া চলছে ৷ ইতিমধ্যেই বেশিরভাগ নির্বাচন কেন্দ্রেই পৌঁছেছেন ভোটকর্মীরা ৷ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির ওপর সব থেকে বেশি নজর দিচ্ছে নির্বাচন কমিশন ৷ বহিরাগত উপদ্রব ঠেকাতে সারা রাজ্যজুড়ে চিরুণি তল্লাশি চলছে ৷ রাজ্যবাসীও অপেক্ষায়, রাত পোহালেই শুরু হবে বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ৷ তাই অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা ।