বারবার চেষ্টা করেও ধরতে পারেনি অলীককে ৷ যকৃতের সমস্যায় ডাক্তার দেখাতে অলীক ভুবনেশ্বরে গিয়েছিলেন ৷ অলীকের মোবাইল ফোনের টাওয়ার লোকেট করেই পুলিশ পৌঁছয় গ্রেফতার ৷ জানা গিয়েছে অলীকের প্যানক্রিয়াসেও সমস্যা ছিল ৷
কঠোর নিরাপত্তায় কলকাতায় নিয়ে আসা হয়েছিল অলীককে ৷ বারুইপুর আদালতে আজ ভোরেই নিয়ে যাওয়া হয়েছে ৷ আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ৷ অলীককে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাতেই তাঁকে আদালতে পেশ ৷ মূলত পঞ্চায়েত ভোটের পর থেকেই সে নিরুদ্দেশ ছিলেন অলীক ৷ চলছিল তাঁর বিরুদ্ধে তল্লাশি ৷
advertisement
আরও পড়ুন : যৌথ পুলিশি অভিযানে ভুবনেশ্বর থেকে গ্রেফতার অলীক চক্রবর্তী
Location :
First Published :
June 02, 2018 9:22 AM IST