পড়তে থাকুন আরও
এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী
ঘটনার জেরে জনতার রোষের মুখে পড়েন পুরকর্মীরা । বাইক-সাইকেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা, শুরু হয় ইঁট বৃষ্টিও ৷ ইঁটের ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুরকর্মী । কোনওমতে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন তাঁরা ।
advertisement
এলাকায় উত্তেজনা বেশ কিছুক্ষণ চলার পর শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। দোষারোপ চলতে থাকে একে অপরের বিরুদ্ধে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেআইনি-অবৈধ নির্মাণের রমরমা বেশ কিছুদিন ধরে চলছিল । ক্রমাগত অভিযোগ আসার পরেই পুরসভার এই অভিযান বলেই মনে করা হচ্ছে ।
Location :
First Published :
March 24, 2018 3:44 PM IST