এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী

Last Updated:

মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি ফুটতে চলেছে । রেশন দোকানের এবার থেকে পাওয়া যাবে ২ টাকা কিলো চাল, গম, কেরোসিনের সঙ্গে নামী ব্র্যান্ডের জিনিষপত্র । দামও থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ।

#কলকাতা: মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি ফুটতে চলেছে । রেশন দোকানে চাল, গম, কেরোসিনের সঙ্গে এবার থেকে পাওয়া যাবে  বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রীও । দামও থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে । ডাল, নুন, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ৫০০ রকমের বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ।
এর ফলে ক্রমশ ধুঁকতে থাকা রেশন দোকান গুলোও ঘুরে দাঁড়াতে পারবে । প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার খাদ্য ভবনে রিটেল সংস্থার কর্তাদের সঙ্গে রেশন ডিলার ও ডিস্ট্রিবিটরদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বৈঠকে ঠিক হয় বিভিন্ন শপিং মলের থেকে রেশন দোকানে জিনিসপত্রের দাম সস্তা হবে ।
আরও পড়ুন
advertisement
advertisement
একটি খ্যাতনামা রিটেল সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাজ্য সরকার । তবে এক্ষেত্রে  রেশন ডিলারদের পরিকাঠামো উন্নতি করতে হবে ।  রিটেল সংস্থার এক কর্তা জানিয়েছেন সমস্ত জিনিসপত্র রেশন দোকানে পাঠানো হবে ডিলার ও ডিস্ট্রবিউটরের মাধ্যমে ।
পড়তে থাকুন
advertisement
নবান্ন সূত্রে খবর গত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্য়মন্ত্রীকে রিটেল সংস্থাগুলি প্রস্তাব দেয় । মনে করা হচ্ছে এই সিদ্ধান্তই তার প্রতিফলন । এপ্রিলের মাঝামাঝি থেকেই সূচনা হবে এই প্রকল্পের ।
খাদ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে যাতে রাজ্য সরকার ও রিটেল সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে এর বাস্তব রূপায়ণ করতে পারে । এই প্রকল্পের যাত্রা শুরু হবে খাদ্যমন্ত্রীর জেলা উত্তর ২৪ পরগনা দিয়ে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement