এবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে ৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাইকে রয়েছে তিন আরোহী ৷ চালকের মাথায় কালো হেলমেট ৷ বাকিদের মুখ ঢাকা মাস্কে ৷ এরমধ্যে একজন ব্যাগের মধ্যে কিছু একটা আড়াল করে রেখেচেন ৷ পুলিশের অনুমান, সম্ভবত ব্যাগের মধ্যে বন্দুক লুকাচ্ছিল ওই ব্যক্তি ৷ ওই বন্দুকের গুলিতেই প্রাণ যায় সুজাতের ৷ সম্প্রতি সিসিটিভি ফুটেজের কয়েকটি ছবি ট্যুইট করেছে শ্রীনগর পুলিশ ৷ ছবি দেখে দুষ্কৃতিদের শনাক্ত করতে সাধারণ মানুষের কাছেও আর্জি জানানো হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: এবার দেশে আলাদা আলাদা দিনে পালিত হবে ইদ
গতকাল শ্রীনগরের ব্যস্ততম শহর লালচকের প্রেস অ্যাভিনিউয়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন সুজাত ৷ সঙ্গে ছিলেন তাঁর ব্যাক্তিগত দুই দেহরক্ষীও ৷ ২০০০ সালের বুখারির ওপর একবার প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, তারপর থেকেই তাঁর জন্য পুলিশি নিরাপত্তা বরাদ্দ ছিল ৷
বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ রাস্তার পাশেই ঘাপটি মেরে সাংবাদিকের অপেক্ষা করছিল দুষ্কৃতিরা ৷ অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় দেহরক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই ছুটে আসা গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে যান বুখারি ৷ মৃত্য হয় এক দেহরক্ষীরও ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বুখারির গাড়ির চালক ৷
আরও পড়ুন: শ্রীনগরে রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারিকে গুলি করে মারল দুষ্কৃতীরা