পড়তে থাকুন
কাটোয়ায় বিপর্যস্ত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, সংঘর্ষে বিএসএনএল-রাজ্য বিদ্যুৎপর্ষদ কর্মীরা
শনিবার ঘটনাটি ঘটে গড়িয়ার ব্রহ্মপুরে। হঠাৎই তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা, শব্দ পান এলাকাবাসী। সবাই শব্দ পেয়ে ছুটোছুটি শুরু করে দেয় । আকাশে বাতাসে পোড়া গন্ধ ধেয়ে আসে , পরে জানা যায় বিস্ফোরণ ঘটেছে স্থানীয় বাসিন্দা সঞ্জয় ধরের বাড়িতে। এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয় ।
advertisement
আরও পড়ুন
ময়ূরাক্ষী সেচ ক্যানালের বাঁধ ভেঙে বিপত্তি, মহম্মদবাজারে প্লাবিত কৃষিজমি
দীর্ঘদিন ধরেই বাজি ফাটানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি। বাজি তৈরি করতেন বাড়িতেই। তার জন্যই বিপুল পরিমাণ বেআইনি বারুদ মজুত থাকত সব সময়ে ।
এদিন অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বাঁশদ্রোণী থানার পুলিশ। তদন্ত চলছে।
advertisement
Location :
First Published :
March 24, 2018 8:46 PM IST
