ময়ূরাক্ষী সেচ ক্যানালের বাঁধ ভেঙে বিপত্তি, মহম্মদবাজারে প্লাবিত কৃষিজমি
Last Updated:
বীরভূমের মহম্মদবাজারে ময়ূরাক্ষী সেচ ক্যানালের মাটির বাঁধ ভেঙে বিপত্তি। জলের তলায় বেশ কয়েক বিঘা কৃষি জমি। মালাংডাং গ্রামেও জল ঢোকার আশঙ্কা
#বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে ময়ূরাক্ষী সেচ ক্যানালের মাটির বাঁধ ভেঙে বিপত্তি। এর ফলে জলের তলায় বেশ কয়েক বিঘা কৃষি জমি। মালাংডাং গ্রামেও জল ঢোকার আশঙ্কা। আপাতত তিলপাড়া থেকে জল ছাড়া বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ব্যারাজ কর্তৃপক্ষ। জলস্তর কমলে শুরু হবে ভাঙা বাঁধ মেরামতির কাজ।
গ্রীষ্মের শুরুতেই বাঁধ ভাঙার আতঙ্কে বীরভূমের মহম্মদবাজার। শুক্রবার ভোররাতে মহম্মদবাজারের ময়ূরাক্ষী উত্তর ক্যানালের মাটির বাঁধ ভেঙে যায়। জল ঢুকতে শুরু করে আশপাশের কৃষি জমিতে। ময়ূরাক্ষীর জলের তলায় চলে যায় ক্যানাল সংলগ্ন কয়েক বিঘা চাষের জমি। প্লাবনের আশঙ্কা ছড়িয়ে পড়ে মালাডাং গ্রামেও। সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উত্তর খালে জল ছাড়া বন্ধ করেন।
advertisement
জলের চাপেই ময়ূরাক্ষী উত্তর ক্যানালের মাটির বাঁধ ভেঙেছে বলে মত সেচ দফতরের আধিকারিকদের। ক্যানালের জলস্তর কমলে শুরু হবে মাটির ভাঙা বাঁধ মেরামতির কাজ।
advertisement
Location :
First Published :
March 23, 2018 5:09 PM IST