TRENDING:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত, উপাচার্যকে বেরতে বাধা ছাত্রদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উঠে গেল প্রবেশিকা পরীক্ষা ৷ চলতি বছরে স্নাতকস্তরে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত কর্তৃপক্ষের ৷ উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এবছর স্নাতকস্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলবে ভর্তি প্রক্রিয়া ৷
advertisement

মঙ্গলবারই প্রবেশিকা পরীক্ষার সিদ্ধান্ত হয় ইসি-র বৈঠকে ৷ এদিন ইসি-র সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয় কর্তৃপক্ষ ৷ একইসঙ্গে প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহার সিদ্ধান্তের পিছনে কর্তৃপক্ষের সাফাই, পরীক্ষা বিতর্কে বহু ছাত্র ফর্ম তোলেননি ৷ তাই এবছর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না ৷ ফর্ম তোলার সময়সীমাও বাড়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বুধবার ফের অ্যাডমিশন কমিটির বৈঠক ৷

advertisement

স্নাতকস্তরে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা হয়ে যাওয়ার পর প্রবেশিকা প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের একাংশ ৷ এদিন ফের যাদবপুরের উপাচার্যকে বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে বেরোতে বাধা দেয় কলা বিভাগের ছাত্র সংসদ প্রতিনিধিরা ৷ প্রবেশিকা প্রত্যাহারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তারা ৷ পড়ুয়াদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইসি ও উপাচার্য ৷

advertisement

আরও পড়ুন 

এবার থেকে সন্তানের ১৮ বছর হওয়া পর্যন্ত কর্মচারীদের ৬ মাসের সবেতন ছুটি দেবে সরকার

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে পড়ুয়াদের এমন বিরোধিতায় ক্ষুব্ধ যাদবপুরের রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘যাদবপুরে ইসি-র উপর বারবার এই আঘাত মেনে নেওয়া যায় না ৷ উপাচার্যকে যেভাবে ঘেরাও রাখা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ে এগুলো চলতে পারে না ৷ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তিতে হস্তক্ষেপ করতে পারবেন না ছাত্ররা ৷’

advertisement

আরও পড়ুন 

সুখবর, রথে ঘুরতে যাওয়ার জন্য ১৮৪টি বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

সব মিলিয়ে রাজ্য স্নাতকস্তরে ভর্তি নিয়ে ক্রমশ জটিল পরিস্থিতি ৷ ছাত্র ভর্তিতে তোলাবাজি রুখতে মঙ্গলবারই নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ৷ ভর্তির আগে পড়ুয়া ও অভিভাবকদের হয়রানি ঠেকাতে কাউন্সেলিং প্রথাই তুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দফতরের। সেই সঙ্গে তোলাবাজির বীজ উপড়ে ফেলা হল ভর্তির পরে ভেরিফিকেশনের ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত, উপাচার্যকে বেরতে বাধা ছাত্রদের