TRENDING:

ডু নাকি ডোন্ট ! রোনাল্ডোর মনে এখন কী চলছে জানেন

Last Updated:

ডো অর ডোন্ট! এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রোনাল্ডো৷ পর্তুগালের তারকা ফুটবলার, রিয়াল মাদ্রিদের সুপারহিরো৷ কিন্তু বিশ্বকাপ অধরাই এই ফুটবলারের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোচি: ডো অর ডোন্ট! এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রোনাল্ডো ৷ পর্তুগালের তারকা ফুটবলার, রিয়াল মাদ্রিদের সুপারহিরো ৷ কিন্তু বিশ্বকাপ অধরাই এই ফুটবলারের ৷ তাই এবারই পাখির চোখ করেছেন তিনি ৷ আগামী ফুটবল বিশ্বকাপ আদৌ তিনি খেলবেন কিনা তা জানা নেই ৷ তাই রাশিয়াই তাঁর কাছে মারণকামড় দেওয়ার মোক্ষম সময় ৷
advertisement

আরও পড়ুন বিশ্বকাপের জন্য যৌনপেশায় কোপ ! রুশ প্রশাসনের কড়াকড়িতে বিপাকে কয়েক হাজার যৌনকর্মী

৫ বার ফিফার বর্ষসেরা ফুটবলার তিনি ৷ গত ২ বছর ধরে টানা এই বিভাগে সেরার আসন থেকে তাঁকে সরাতে পারেননি কোন ফুটবলারই ৷ তাঁর দেশ পর্তুগালও শেষ ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ৷ দল এবং রোনাল্ডো এখন একেবারে সেরা সময়ে রয়েছে বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের ৷ তাই তো তিনি নিজেও বলছেন ডু অর ডোন্ট৷ ইংরেজি হরফে তাঁর নামের শেষেই আছে 'DO' এই দুটি অক্ষর৷ তাঁর সঙ্গে আবার যোগ হয়েছে 'DONT'৷  অর্থাৎ না পারার একটা আশঙ্কার কথাও বলা হয়েছে৷ তবে কোনও রকম 'না' কে পাত্তা না দিয়েই মাঠে নামবেন রোনাল্ডো ৷ এমনই আত্মবিশ্বাস  সিআরসেভেনের৷

advertisement

রোনাল্ডোকে নিয়ে তৈরি জুতো প্রস্তুতকারী সংস্থার সেই ডু অর ডোন্ট পোস্টার৷ Photo Courtesy: Twitter

আরও পড়ুন লোথার ম্যাথাউস জার্মান নন, জানতেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক আন্তর্জাতিক জুতো প্রস্তুতকারক সংস্থার থেকেই প্রকাশিত হয়েছে এই ছবিটি ৷ আগামী দিনে রোনাল্ডোকে নিয়ে আরও কিছু মনজয় করা তথ্য সামনে আনবেন তারা ৷ বিশ্বকাপের ধামাকার আগে তাঁর দিকেই নজর ফ্যানদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ডু নাকি ডোন্ট ! রোনাল্ডোর মনে এখন কী চলছে জানেন