TRENDING:

তীব্র জলকষ্টে ভুগছে মধ্য়প্রদেশের টিকামগড় গ্রাম

Last Updated:

মধ্যপ্রদেশের টিকামগড় গ্রামের বাসিন্দারা বিগত ৩ বছর ধরে পানীয় জলসংকটে ভুগছেন ৷ জলকষ্টে বাসিন্দাদের, তীব্র হাহাকার শুরু হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের টিকামগড় গ্রামের বাসিন্দারা বিগত ৩ বছর ধরে পানীয় জলসংকটে ভুগছেন ৷ জলকষ্টে বাসিন্দাদের তীব্র হাহাকার চলছে ৷ ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন ৷
advertisement

প্রায় ৩ হাজার বসতিপূর্ণ গ্রামের গ্রামবাসীদের প্রতিদিন প্রায় ৫ কিলেমিটার দূরে গিয়ে প্রতিদিনের জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে যেতে হয় ৷ গ্রামর বেশির মানুষই কৃষি, শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ৷

আরও পড়ুন : বিশ্বকাপে কোহলিদের ম্যাচ কবে কোন দলের বিরুদ্ধে ? দেখে নিন সম্ভাব্য ক্রীড়াসূচি

advertisement

জল সংক্রান্ত কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের আলো এই গ্রাম এখনও দেখেনি ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহু বার জানিয়েও তাঁদের অভাব অভিযোগের সুরাহা হয়নি ৷

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন জীবন ধারণের জন্য জলের প্রয়োজন মেটাতে তাঁদের উত্তরপ্রদেশের সীমানা পর্যন্ত যেতে হয় ৷ এর ফলে তাদের সন্তানরা স্কুলে নিয়মিত যেতে পারেনা ৷ গৃহবধূদের ঝুঁকি নিয়ে গ্রামের জঙ্গল, বিস্তীর্ণ রাস্তা পার হয়ে প্রয়োজনীয় জল সংগ্রহ করতে যান ৷

advertisement

আরও পড়ুন : ওড়িশা পার্সেল বোমা মামলা: নবদম্পতিকে বোমা ‘উপহার’ দিয়েছিলেন অধ্যাপক

এলাকার বাসিন্দাদের দাবি স্থানীয় প্রশাসনকে বিগত তিন বছর ধরে বহুবার তাঁদের সমস্যার কথা অবগত করা হলেও সুফল মেলেনি ৷

এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ টিকামগড় গ্রামে ভাল স্কুল, সড়কপথ ও বিদ্যুতের মত জরুরি ও প্রাথমিক পরিষেবা থেকেও বঞ্চিত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তাঁদের আশা প্রাথমিক চাহিদা গুলো ঠিকাঠাক মিটলেই তাঁরা নিজের জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পাবেন ৷ প্রতিনিয়তই তাঁদের বেঁচে থাকার লড়াই জীবনকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, সহনশীল মানুষে পরিণত করেছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
তীব্র জলকষ্টে ভুগছে মধ্য়প্রদেশের টিকামগড় গ্রাম