জুতোর নাম? অবিমৃষ্যকারিতা ৷ ছাতার নাম? প্রত্যুৎপন্নমতিত্ব ৷ গাড়ুর নাম?
পরমকল্যাণবরেষু ৷ বাড়ির নাম?
না, কিংকর্তব্যবিমূঢ় নয়। এইখানেই সুকুমারের হিজি বিজ্ বিজ-কে টেক্কা দিয়েছেন হালিশহরের অরুণ কুমার নাথ। তাঁর বাড়ি সবাই চেনে আঙুরবাড়ি নামেই।
রেলে চাকরি করতেন অরুণ। বদলির কাজ। অন্ধ্রপ্রদেশে থাকাকালীন দেখেছিলেন, বেশিরভাগ বাড়িতেই আঙুরলতা। সেই থেকে শুরু।
অরুণের দাবি, প্রচণ্ড গরমে বাড়ি ঠান্ডা রাখে আঙুরলতা। আর ফল তো বাড়তি পাওনা। অরুণের শখ দেখে অনেকে নাক কুঁচকেছিলেন প্রথম প্রথম। এখন তাঁরাও করছেন আঙুর চাষ। হাতের নাগালে আঙুর। অতএব, মিষ্টি যে হবেই তার গ্যারান্টি দিচ্ছেন অরুণ।
advertisement
আরও পড়ুন: Video:বাড়ি ঘিরে কালো আঙুরের চাষ, ঝুলছে থোকা থোকা আঙুর
Location :
First Published :
July 03, 2018 8:32 AM IST