TRENDING:

জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?

Last Updated:

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেলপাতা প্রতিটি পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা ছাড়া পুজোই হয়না ৷ বেলপাতার অনেক ঔষধি গুণাগুণ আছে ৷ তবে জানেন কি ? যে কোনও পুজোতেই বেলপাতা সব সময়েই তিনটি করে দরকার হয়ে থাকে ৷ এর পিছনে একটি গভীর কারণ আছে ৷ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না ৷
advertisement

আরও পড়ুন : এক নজরে দেখে নিন রবিবাসরীয় সোনার দাম

পুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ছাড়া কোনও কিছুই সম্ভব হয়না, হয়না কোনও পুজোও ৷ পুরাণ মতে ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু প্রতিপালন ও মহেশ্বর অর্থাৎ ভগবান শিব ধ্বংস করে ৷ সৃষ্টি, প্রতিপালন ও ধ্বংস জীবনের এই তিন সত্যি, এই নিয়েই জীবন ৷ তবে বেলপাতা তিনটি একসঙ্গে নিয়েই সম্পন্ন হয়ে থাকে ষোলোকলা ৷

advertisement

আরও পড়ুন : সারদা মায়ের এই ছবি রাখা উচিৎ ঠিক এখানে, কোনও দিনও অভাব হবেনা সংসারে

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বেলপাতা সব পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা শুধুই পুজোয় প্রয়োজন হয় তাই নয় ৷ বেলাপাতার অনেক ওষুধের গুণাগুণ বর্তমান ৷ বেলপাতা যদি খাওয়া যায় কমতে পারে সর্দিকাশি ৷ এছাড়াও ক্যনসার ছাড়া একাধিক মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই বেলপাতাতেই ৷ বেলপাতা ষড়রিপুর এর রিপুকে বিশেষত নিয়ন্ত্রণ করে থাকে বেলপাতা ৷ সর্বোপরি যেখানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বিরাজ যেখানে, সেখানে অত্যন্ত সহজেই মানুষের মধ্যে এক রক্ষাকবচ তৈরি করে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?