আরও পড়ুন: সাদা ডিম নাকি লালচে ডিম খাওয়া ভাল?
• ডিম ও ওটমিল: ডিম আর ওটমিল খান একসঙ্গে ৷ সহজেই ওজন কমাবে এই কম্বিনেশন ৷ ওটমিলে শ্বেতসার বাধাদানকারী উপাদান থাকে ৷ খাবার ধীরে ধীরে হজম করে ওটমিল ৷ এবং পাচনমূলক অ্যাসিড ক্ষরণে বাধাদান করে ৷ ডিম ও ওটমিল একসঙ্গে খেলে তা আমাদের বিপাকক্রিয়াকে সক্রিয় রাখে ৷
advertisement
আরও পড়ুন: ব্রেকফাস্টে রোজ লুচি খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো !
• ডিম ও পালং: ডিমের সঙ্গে পালং খান ৷ পালংয়ে থাকে প্রচুর পরিমাণে আয়রন ৷ অনেক বেশি সময় পেটও ভরা থাকে এই শাক খেলে ৷ তাই ওমলেট বানানোর সময় পালং শাক তার সঙ্গে অবশ্যই যোগ করুন ৷
advertisement
• ডিম ও নারকেল তেল: বিপাকক্রিয়াকে অন্তত ৫ শতাংশ সক্রিয় করে নারকেল তেল ৷ মাখন বা অন্য কোনও তেল ব্যবহার না করে ওমলেট তৈরি করুন নারকেল তেলে ৷ ক্যালোরি কম ইনটেক হবে ৷
Location :
First Published :
August 30, 2018 8:18 PM IST