TRENDING:

‘‘ শ্রীদেবীর মৃত্যু ঘিরে জল্পনা ছড়াবেন না...’’, অনুরোধ UAE-তে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের

Last Updated:

অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাই রহস্য আরও বেড়েছে ৷ কিন্তু এতে মোটেই সন্তুষ্ট নন ওই দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সুরি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: মৃত্যুর দু’দিন পরেও ভারতে এসে পৌঁছয়নি শ্রীদেবীর মরদেহ ৷ আজ, মঙ্গলবার মুম্বই এসে পৌঁছবে দেহ ৷ জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স হোটেলে বাথটাবে মৃত্যু হওয়ার পর শ্রীদেবীর মৃত্যু ঘিরে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে ৷
advertisement

সংযুক্ত আরব আমিরশাহী মিডিয়ার রিপোর্ট অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ঘটনায় ৷ অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাই রহস্য আরও বেড়েছে ৷ কিন্তু এতে মোটেই সন্তুষ্ট নন ওই দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি ৷ তাঁর মতে, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে মিডিয়ার আগ্রহ থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু এই ঘটনাকে ঘিরে মাত্রাতিরিক্ত জল্পনা ছড়ানোটা ঠিক নয় ৷ কারণ ১. আমরা যথেষ্ট দ্রুতগতিতে আমিরশাহীর স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে কাজ করছি ৷ যাতে শ্রীদেবীর মরদেহ দ্রুত ভারতে পাঠানো সম্ভব হয় ৷ যত তাড়াতাড়ি সম্ভব দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷  ২. শ্রীদেবীর পরিবার এবং শুভাকাঙ্খীদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি ৷  ৩. এই ধরণের ঘটনায় তদন্ত, প্রশাসনিক কাজ, সমস্ত রকম প্রক্রিয়া শেষ করতে ২-৩ দিন সময় লেগেই যায় ৷ ৪. শ্রীদেবীর মৃত্যুর কারণ খোঁজার বিষয়টা বিশেষজ্ঞদের উপরেই ছাড়া হয়েছে ৷

advertisement

শনিবার রাতে খবর এসেছে। আর নেই শ্রীদেবী। সময় পেরোলেও এখনও আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি বলিউড। সোমবার তাঁর দেহ ফেরার কথা ছিল। নায়িকাকে একবার শেষদেখা দেখতে সোমবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে মুম্বইয়ের লোখান্ডওয়ালা ও আন্ধেরিতে শ্রীদেবীর বাড়ির সামনে। কিন্তু,আরব সাগরের ওপারে তখন নায়িকার দেহ নিয়ে টানাপোড়েন চলছে। কখন মুম্বই পৌঁছবে শ্রীদেবীর দেহ? আদৌ মিলবে একপলকের দেখা ? এসব প্রশ্নের উত্তর নেই সাগরের এপারে। অনন্ত অপেক্ষায় বি টাউন। বহুদিন ধরেই কাপুর পরিবারের নানা উত্থানপতনের সঙ্গে জড়িয়ে সারিকা, রেখা, শাবানা আজমি, মাধুরী দীক্ষিত, তাব্বু, করণ জোহর, ফারহান আখতার, অনুপম খেরের মতো অভিনেতারা। সোমবার, একে একে অনিল কাপুরের বাড়িতে উপস্থিত হন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

পঞ্চাশ বছরের কেরিয়ারে তামিল, তেলুগু, কন্নড়, হিন্দিতে তিনশো ছবিতে অভিনয়। শ্রীদেবীর মৃত্যু মিলিয়ে দিল সব কিছু। কমল হাসান, ভেঙ্কটেশের মতো দক্ষিণী সুপারস্টাররাও উপস্থিত হন সেখানে। নায়িকা আসছেন। ভিন্নরকম সজ্জায় সান্তাক্রুজ শ্মশানও। সোমবার সকাল থেকেই সেখানে শুরু হয়েছিল অন্ত্যেষ্টির প্রস্তুতি। অপেক্ষার প্রহর বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মিস ‘হাওয়া-হাওয়াই’কে একবারের জন্য শেষদেখার আগ্রহও। চোখের কোণে জল নিয়ে শেষদেখার সময় গুনছেন আত্মীয়-পরিজন-ভক্তরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘‘ শ্রীদেবীর মৃত্যু ঘিরে জল্পনা ছড়াবেন না...’’, অনুরোধ UAE-তে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের