সমগ্র ঘটনায় কোচের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিভক্ত থাইল্যান্ডের সোশ্যাল মিডিয়া । একদল যেমন কোচের অদম্য সাহসিকতা ও বাকিদের মানসিক শক্তি জোগানোর জন্য সাধুবাদ জানিয়েছে, অন্যদিকে আরও এক পক্ষ বর্ষার সময় ছেলেদের নিয়ে গুহাটিতে প্রবেশ করার জন্য তাঁকেই দায়ী করেছে ।
কোচ বাদে বাকি কিশোড় খেলোয়াড়রাও নোটে তাদের বাড়ির লোককে আশ্বস্ত করেছে ।
advertisement
Location :
First Published :
July 07, 2018 10:26 AM IST