জেফরি জানিয়েছেন যে ভিডিও কল অ্যাটেন্ড করার পরে ক্লান্ত হয়ে পড়াটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু এই ক্লান্তি বা Zoom Fatigue-এর প্রভাব এবং পরিমাণ মহিলাদের মধ্যে অনেক বেশি। তাঁর দাবি- পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি আত্মসচেতন হয়ে থাকেন। এই আত্মসচেতনতার ক্ষেত্রটিকে অতিরিক্ত উৎসাহ দেয় Zoom-এর Self View ফিচার। ভিডিও চলার সময়ে এই ফিচারে তাঁরা নিজেদের দেখতে পান আর সেই জায়গা থেকে অন্যের কাছে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপিত করার তাগিদে তাঁরা অতিরিক্ত আত্মসচেতন হয়ে থাকেন। এই উদ্বেগ তাঁদের ক্লান্ত করে তোলে। এছাড়াও সমাক্ষায় দেখা গিয়েছে যে মহিলাদের ক্ষেত্রে ভিডিও কলের মিটিং অনেক বেশি সময় ধরে চলে। পাশাপাশি, তাঁরা একটানা মিটিংয়ের মাঝে খুব একটা বিরতি নেন না। সব মিলিয়ে মিটিং শেষ হলে পুরুষদের তুলনায় তাঁরা বেশি ক্লান্ত হয়ে পড়েন। ১০,৩২২ জন সদস্যের উপরে চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাস ধরে এই সমীক্ষা চলেছিল, মাপা হয়েছিল প্রত্যেকের Zoom Exhaustion and Fatigue Scale। তার পরেই সিদ্ধান্তে এসেছেন সমীক্ষকরা- মহিলারা নেতিবাচক ভাবে প্রভাবিত হচ্ছেন বেশি!
advertisement
সমস্যার একটা প্রতিকারও অবশ্য তুলে ধরেছে সমীক্ষা। বলছে যে Self View ফিচারটা টার্ন-অফ করে রাখলে অনেকটা লাভ হবে!