TRENDING:

Zoom Fatigue: ভিডিও কলের পরে পুরুষদের তুলনায় বেশি ক্লান্ত হয়ে পড়েন মহিলারা; কারণ জানলে খারাপ লাগবে

Last Updated:

Zoom Fatigue-এর প্রভাব এবং পরিমাণ মহিলাদের মধ্যে অনেক বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: ওয়ার্ক ফ্রম হোমের কালচার এখনও আমাদের পিছু ছাড়েনি। চট করে ছাড়বে বলেও মনে হয় না। এই অবস্থায় কী পুরুষ, কী মহিলা সবাই বাড়ি থেকে কাজ করে চলেছেন। আর অনেকেরই কাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল নানা মিটিং অ্যাটেন্ড করা। এর জন্য ইউজারদের কাছে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ভিডিও কলিং প্ল্যাটফর্ম Zoom। সেই সূত্রে Zoom Fatigue নামে একটা নতুন শব্দও জন্ম নিয়েছে অভিধানে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক সমীক্ষা, যা টেকনোলজি, মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার নামের জার্নালে প্রকাশিত হয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই Zoom Fatigue-এর পরিমাণ পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি। সাতজনের মধ্যে অন্তত একজন মহিলার ক্ষেত্রে এর প্রভাব চোখে পড়েই। এক্ষেত্রে ২০ জন পুরুষের মধ্যে তুলনা করলে তবে একজনের ক্ষেত্রে এর প্রভাব খুঁজে পাওয়া যেতেও পারে বলে দাবি করছেন গবেষণাপত্রের প্রধান লেখক স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেসের অধ্যাপক জেফরি হ্যানকক।
advertisement

জেফরি জানিয়েছেন যে ভিডিও কল অ্যাটেন্ড করার পরে ক্লান্ত হয়ে পড়াটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু এই ক্লান্তি বা Zoom Fatigue-এর প্রভাব এবং পরিমাণ মহিলাদের মধ্যে অনেক বেশি। তাঁর দাবি- পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি আত্মসচেতন হয়ে থাকেন। এই আত্মসচেতনতার ক্ষেত্রটিকে অতিরিক্ত উৎসাহ দেয় Zoom-এর Self View ফিচার। ভিডিও চলার সময়ে এই ফিচারে তাঁরা নিজেদের দেখতে পান আর সেই জায়গা থেকে অন্যের কাছে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপিত করার তাগিদে তাঁরা অতিরিক্ত আত্মসচেতন হয়ে থাকেন। এই উদ্বেগ তাঁদের ক্লান্ত করে তোলে। এছাড়াও সমাক্ষায় দেখা গিয়েছে যে মহিলাদের ক্ষেত্রে ভিডিও কলের মিটিং অনেক বেশি সময় ধরে চলে। পাশাপাশি, তাঁরা একটানা মিটিংয়ের মাঝে খুব একটা বিরতি নেন না। সব মিলিয়ে মিটিং শেষ হলে পুরুষদের তুলনায় তাঁরা বেশি ক্লান্ত হয়ে পড়েন। ১০,৩২২ জন সদস্যের উপরে চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাস ধরে এই সমীক্ষা চলেছিল, মাপা হয়েছিল প্রত্যেকের Zoom Exhaustion and Fatigue Scale। তার পরেই সিদ্ধান্তে এসেছেন সমীক্ষকরা- মহিলারা নেতিবাচক ভাবে প্রভাবিত হচ্ছেন বেশি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সমস্যার একটা প্রতিকারও অবশ্য তুলে ধরেছে সমীক্ষা। বলছে যে Self View ফিচারটা টার্ন-অফ করে রাখলে অনেকটা লাভ হবে!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Zoom Fatigue: ভিডিও কলের পরে পুরুষদের তুলনায় বেশি ক্লান্ত হয়ে পড়েন মহিলারা; কারণ জানলে খারাপ লাগবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল