দুটি হ্যান্ডসেটে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম ৷ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর ৷ অ্যাডমায়ার ড্রাগনে ৫ ইঞ্চির ২.৫ ডি স্ক্রিন রয়েছে ৷ অ্যাডমায়ার থ্রিলে রয়েছে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে ৷
জেন মোবাইলের সিইও জানিয়েছেন, ‘অ্যাডমায়ার ড্রাগন ও অ্যাডমায়ার থ্রিল লঞ্চ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এই ফোন নিয়ে উত্তেজনা থাকবে তুঙ্গে ৷ ’
advertisement
দুটি স্মার্টফোনে ১ জিবি র্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমরি যা ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারবে ৷ পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ৷
অ্যাডমায়ার ড্রাগনে রয়েছে ২৫০০ mAh ব্যাটারি ৷ অ্যাডমায়ার থ্রিলে রয়েছে ১৭৫০ mAH ব্যাটারি ৷
Location :
First Published :
December 12, 2016 4:14 PM IST