TRENDING:

Youtube Video: ভিডিও ডাউনলোডের নতুন অপশন, কোন ফিচার যোগ করতে চলেছে YouTube

Last Updated:

Youtube Video: এই ফিচারটি ইতিমধ্যেই অ্যাপ ভার্সনে আন্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এ পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ YouTube তাদের প্রিমিয়াম মেম্বারদের (Premium Member) জন্য নিয়ে আসতে চলেছে নতুন অপশন। ইতিমধ্যেই YouTube এই নতুন অপশন নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এর মাধ্যমে YouTube-এ ভিডিও ডাউনলোড (Download) কমপ্লিট হওয়ার পর YouTube-এর প্রিমিয়াম ইউজাররা সেটা ডাউনলোড সেকশনে দেখতে পাবেন, এটি স্ক্রিনের বাঁদিকের হ্যামবার্গার মেনুর (Hamburger Menu) মধ্যে দেখা যাবে।
advertisement

এছাড়াও YouTube-এর প্রিমিয়াম মেম্বাররা ওয়েব ভার্সনের (Web Version) মাধ্যমে অফলাইনেও যেন ডাউনলোড করতে পারেন, YouTube তার জন্য কাজ করে চলেছে। ভারত এবং অন্যান্য দেশেও শুধুমাত্র YouTube-এর প্রিমিয়াম মেম্বাররা এই নতুন ফিচারটি ব্যাবহার করতে পারবেন। এই নতুন ফিচারটি ক্রোম ব্রাউজারের (Chrome Browser) সঙ্গে সঙ্গে অপেরা (Opera) এবং মাইক্রোসফট এজ (Microsoft Edge)-এও প্রিমিয়াম মেম্বাররা ব্যবহার করতে পারবে। এই ফিচারটি ইতিমধ্যেই অ্যাপ ভার্সনে আন্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এ পাওয়া যাচ্ছে।

advertisement

এই নতুন ফিচারের মাধ্যমে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর সেটা ডাউনলোড সেকশনে দেখতে পাওয়া যাবে, যা স্ক্রিনের বাঁদিকের হ্যামবার্গার মেনুর মধ্যে দেখা যাবে। স্ক্রিনের নিচে ওয়াচ ল্যাটার (Watch Later) আইকন থাকবে। এর মাধ্যমে ইউজাররা ফুল এইচডি ভিডিও (Full HD Video) ডাউনলোড করতে পারবেন, এক্ষেত্রে তার সাইজ ভিডিওর কোয়ালিটির ওপর নির্ভর করবে। অক্টোবরের ১৯ তারিখ অবধি এই নতুন ফিচারটির টেস্টিং চলতে থাকবে। কিন্তু মনে করা হচ্ছে YouTube খুব তাড়াতাড়ি অফিসিয়ালি এটি লঞ্চ করতে পারে।

advertisement

আরও পড়ুন- সন্তানের নেট সার্ফিং হবে নিরাপদ, কী ভাবে Kids Mode চালু করবেন Microsoft Edge-এ

YouTube-এর নতুন ফিচারটি YouTube.com/new-এর মাধ্যমে আইওএস ইউজাররা ৩১ অক্টোবর পর্যন্ত ট্রায়াল দিয়ে দেখতে পারবেন। কিছু আইওএস ইউজাররা পিকচার ইন পিকচার (Picture In Picture)-এর মাধ্যমে YouTube-এ ভিডিও দেখে-। YouTube এর পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সব ইউজাররা এই নতুন ফিচারটি প্রথম ব্যবহার করার সময় প্রথম ১ ঘণ্টা সেটা ঠিকঠাক না-ও কাজ করতে পারে। যদি প্রথম ১ ঘণ্টা পিকচার ইন পিকচার ঠিক মতো কাজ না করে, তাহলে YouTube অ্যাপ আনইন্সটল করে আবার রিইন্সটল করতে হবে। YouTube-এর নতুন ফিচারের ফলে ইউজাররা এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন। এর ফলে YouTube-এর জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আরও পড়ুন- চ্যাট না খুলেই কীভাবে মেসেজ পড়া সম্ভব WhatsApp-এ? জানুন

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Youtube Video: ভিডিও ডাউনলোডের নতুন অপশন, কোন ফিচার যোগ করতে চলেছে YouTube
Open in App
হোম
খবর
ফটো
লোকাল