TRENDING:

ফোন, ঘড়ি, ল্যাপটপ চার্জ হবে একটাই চার্জারে! নাম শুনেছেন এই যন্ত্রের? দেখুন তো

Last Updated:

এই GaN কী, এটি কীভাবে ব্যবহার করা যাবে এবং এর এর দাম কত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এখনকার ডিজিটাল যুগে অনেকেই স্মার্টওয়াচ, মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন। কিন্তু, এগুলো চার্জ করার জন্য আলাদা চার্জার দিয়ে চার্জ করতে হয়। এছাড়াও ল্যাপটপ চার্জারের তারটি অনেক বড় হয়।
advertisement

তাই এই সব একবারে বহন করা একটু ঝামেলার হতে পারে। কিন্তু, এখন আর কষ্ট করতে হবে না। কারণ একটি নতুন ডিভাইস চলে এসেছে বাজারে, যা একাধিক তারের চার্জারের প্রয়োজন পূরণ করে – এর নাম GaN।

অত্যাধুনিক প্রযুক্তিতে ডিজাইন করা এই নতুন ডিভাইসটি কেবল তারের সমস্যার সমাধানই নয়, খুব দ্রুত চার্জও করতে পারে এবং বিদ্যুৎ খরচও অনেক কম। এক নজরে দেখে নেওয়া যাক এই GaN কী, এটি কীভাবে ব্যবহার করা যাবে এবং এর এর দাম কত।

advertisement

আরও পড়ুন- কম্বল কি বাড়ির ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছেন ! ভুল করছেন না তো ?

GaN –

আমাদের মধ্যে বেশিরভাগই প্রথমবার GaN নামটি শুনতে পারি। এর পুরো নাম গ্যালিয়াম নাইট্রাইড। এই চার্জারটি বর্তমানে ব্যবহৃত সিলিকন চার্জার থেকেও বেশি শক্তিশালী এবং এটি আকারেও খুবই ছোট। প্রযুক্তির জগতে এটি একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হতে চলেছে।

advertisement

দশগুণ বেশি শক্তিশালী –

নিজেদের ফোন চার্জ করার জন্য যে চার্জারটি ব্যবহার করা হয়, তার থেকে এটি ১০ গুণ বেশি শক্তিশালী। এই প্রযুক্তি উচ্চ ক্ষমতা এবং শক্তি বজায় রাখতে পারে। এই চার্জারের ট্রানজিস্টরগুলো সাধারণ চার্জার ট্রানজিস্টরের চেয়ে অনেক ছোট এবং তারা কম তাপ উৎপন্ন করে।

GaN চার্জারের সুবিধা –

– এটি সিলিকন চার্জার বা সাধারণ চার্জারের চেয়ে দ্রুত চার্জ করে।

advertisement

– একাধিক ডিভাইস একসঙ্গে চার্জ করা যেতে পারে।

– এর ফলে বড় ল্যাপটপ চার্জার ব্যবহার করার প্রয়োজন কমে যাবে।

– প্রতিটি ডিভাইসের জন্য আলাদা চার্জারের প্রয়োজন নেই।

– উচ্চ ক্ষমতার সঙ্গে চার্জ করা যাবে।

– খুব দ্রুত চার্জ হয় এবং খুব বেশি গরম হয় না।

– এই ডিভাইসটি সম্পূর্ণ বহনযোগ্য এবং সহজেই যে কোনও জায়গায় বহন করা যায়।

advertisement

আরও পড়ুন- উইন্ডোজ সাড়া দিচ্ছে না বা কাজ করছে না? জেনে নিন কয়েকটি সহজ সমাধান

– এই চার্জারটিতে একাধিক ইউএসবি টাইপ-সি এবং ইউএসবি টাইপ-এ পোর্ট রয়েছে। ৩৫W থেকে ১০০W GaN চার্জার অনলাইনে পাওয়া যায়।

GaN চার্জারের অসুবিধা –

– সব কোম্পানি এখনও গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তি ব্যবহার শুরু করেনি।

– এই চার্জারগুলো ব্র্যান্ডেড কোম্পানির পাওয়া যায় না।

সর্বোচ্চ ক্ষমতা –

এই ডিভাইসটি চার্জ করার সময় বড় প্রশ্ন হল, এটি কতটা দক্ষতার সঙ্গে চার্জ করতে পারে। কারণ বেশিরভাগ স্মার্ট ফোনে ১০০W পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। ল্যাপটপে ৬৫W এর বেশি পাওয়ারের চার্জার রয়েছে। এই ক্ষেত্রে, যদি সেই GaN চার্জারের সর্বোচ্চ শক্তি ৬৫W হয়, তাহলে এই ডিভাইসটি সর্বোচ্চ ৬৫W ক্ষমতার চার্জ হবে।

একটি GaN চার্জারের দাম –

এই ধরনের চার্জারের দাম, পোর্টের ক্ষমতা এবং সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। Amazon-এ Amazon Basics ১০০W ৪ Port Charger-এর দাম ৪,০৯৯ টাকা, Samsung ৬৫W ৩ Port Charger-এর দাম ১,২৯৯ টাকা, Nothing CMF ৬৫W ৩ Port Charger-এর দাম ২,৪৯৯ টাকা।

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন, ঘড়ি, ল্যাপটপ চার্জ হবে একটাই চার্জারে! নাম শুনেছেন এই যন্ত্রের? দেখুন তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল