প্রত্যেক মানুষের পাসওয়ার্ডের একটা বিশেষত্ব বা নিজস্বতা থাকা দরকার। যার পাসওয়ার্ডে যত বেশি নিজস্বতা রয়েছে তার পাসওয়ার্ড তত বেশি সুরক্ষিত। কিন্তু ভারতের মতো দেশে বেশিরভাগ মানুষই এই বিষয়টা বোঝেন না। তাঁরা এমন পাসওয়ার্ড ব্যবহার করেন যা ক্র্যাক করা হ্যাকারদের পক্ষে খুবই সহজ। আসলে সকলে মনে রাখার সুবিধার জন্যই সহজ পাসওয়ার্ড দিতে চান। কিন্তু তাতে বড় ক্ষতির ঝুঁকি থেকেই যায়।
advertisement
আরও পড়ুন: দিঘা বাদ দিন! এই নির্জন সমুদ্রে জমুক নিউ-ইয়ারের পার্টি! খরচ খুব কম!
২০২৩ সালে এদেশে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে যে পাসওয়ার্ডগুলি তার একটি তালিকা প্রকাশ পেয়েছে। অর্থাৎ বহু মানুষ এই একই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। এগুলি খুবই সাধারণ, তাই এদের নিরাপত্তাও শক্তিশালী নয়।
দেখে নেওয়া যাক একনজরে—
১২৩৪৫৬—
এটাই সব থেকে জনপ্রিয় পাসওয়ার্ড, ভারতে। দিনের পর দিন এই পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে।
admin—
এটিও ভারতে সব থেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে একটি। খুব সাধারণ তাই খুব সহজেই কেউ ধরে ফেলতে পারেন।
১২৩৪৫৬৭৮—
সংখ্যা খানিকটা বাড়িয়ে দিলেই অনেকে মনে করেন খুব জোরালো হয়ে গেল তাঁর পাসওয়ার্ড। কিন্তু তা নয়। হিসেব বলছে ভারতের অন্যতম জনপ্রিয় পাসওয়ার্ড হল এটি।
১২৩৪৫
আবার অনেকে ১২৩৪৫ অবধিও লিখে রাখতে পছন্দ করেন পাসওয়ার্ড হিসেবে। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না।
আরও পড়ুন: স্বামী কার? দেহ পাবে কে? স্বামীর মৃত দেহ নিয়ে টানটানি তিন স্ত্রীর! একী কাণ্ড মুর্শিদাবাদে!
password—
অত্যন্ত জনপ্রিয় এই পাসয়ার্ড। ভারতের বেশির ভাগ মানুষই এই রকম পাসওয়ার্ড সেট করে রাখেন, যাতে নিজেদের মনে রাখতে সুবিধা হয়। কিন্তু জালিয়াতরাও খুব সহজে এই পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলতে পারে।
pass@123–
যেহেতু অনেক ডোমেন থেকে বাধ্য করা হয় অক্ষর এবং সংখ্যার সঙ্গে ‘স্পেশ্যাল ক্যারেক্টর’ জুড়ে দিতে, তাই অনেকেই এই ভাবে পাসওয়ার্ড তৈরি করেন।
admin@123—
একই ভাবে এই পাসওয়ার্ডটিও ভারতে বহু সংখ্যক মানুষ ব্যবহার করে থাকেন।
India@123–
ভারতের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটিও খুব বেশি ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেশের নাম উল্লেখ করেই পাসওয়ার্ড তৈরি করা হচ্ছে এবং ভারতীয়দের মধ্যে এই পাসওয়ার্ড তৈরির প্রবণতা খুব বেশি।