TRENDING:

Year Ender 2023: দামে কম, কাজে নয়! বছর শেষে দেখে নিন ১০ হাজার টাকার নিচে ভারতের সেরা কয়েকটি ৫জি স্মার্টফোন

Last Updated:

Year Ender 2023: এই পাঁচটি ৫জি ফোনের দাম কম হলেও ফিচারের দিক থেকে এগুলি কারও থেকে কম নয়। গ্রাহকরা এতে একটি শক্তিশালী প্রসেসর, শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা সহ যা চান- তাই পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Smartphones: ভারতের ফোনের বাজার ভরে গিয়েছে বিভিন্ন স্মার্টফোনে। গ্রাহকরা বাজেট অনুযায়ী যে কোনও ৫জি ফোন বেছে নিতে পারেন। গ্রাহকদের বাজেট বেশি হলে স্মার্টফোন কিনতে কোনও সমস্যায় পড়তে হয় না। কিন্তু, বাজেট কম থাকলে অনেক সময় সমস্যা দেখা দেয়। কেউ যদি ১০,০০০ টাকার কম দামে একটি দুর্দান্ত ৫জি স্মার্টফোন কিনতে চান, তবে আজ আমরা ৫টি সস্তা এবং দুর্দান্ত ফোন সম্পর্কে তথ্য দেব।
advertisement

এই পাঁচটি ৫জি ফোনের দাম কম হলেও ফিচারের দিক থেকে এগুলি কারও থেকে কম নয়। গ্রাহকরা এতে একটি শক্তিশালী প্রসেসর, শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা সহ যা চান- তাই পাবেন। এক নজরে দেখে নেওয়া যাক ১০,০০০ টাকার নিচে সেই ৫টি ৫জি স্মার্টফোনের তালিকা।

Redmi 13C (স্টারডাস্ট ব্ল্যাক) –

এটি হল একটি দুর্দান্ত ৫জি ফোন, যার দাম ১০,০০০ টাকার নিচে৷ ৪জিবি RAM এবং ১২৮জিবি ROM সহ এই স্মার্টফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। এই ফোনে ৫০MP AI ট্রিপল ক্যামেরাও ইনস্টল করা আছে। ৫০০০mAh ব্যাটারি সহ এই ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ সুরক্ষার সঙ্গে আসে। অ্যামাজনে এই ফোনটির দাম বর্তমানে ৮,৯৯৯ টাকা।

advertisement

Motorola G14 (Motorola G14 Butter Cream, ৪জিবি RAM, ১২৮জিবি স্টোরেজ) –

এই ফোনে গ্রাহকরা ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ পাবেন। শুধু তাই নয়, গ্রাহকরা মাইক্রোএসডি কার্ড দিয়ে এর স্টোরেজ ১TB পর্যন্ত বাড়াতে পারবেন। এটি UNISOC T616 অক্টা-কোর প্রসেসর দিয়ে সজ্জিত। এটিতে একটি ফুল HD+ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে একটি ৫০MP ক্যামেরা, ২MP প্রধান ক্যামেরা এবং ৮MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটিতে ২০ ওয়াট টার্বো পাওয়ার সহ একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। অ্যামাজনে Motorola G14-এর দাম বর্তমানে ৯,০০০ টাকা।

advertisement

আরও পড়ুন:  iPhone-এ ব্যাটারি চার্জ দেওয়ার কিছুক্ষণেই শেষ? করুন এই কাজ, সারাদিনেও শেষ হবে না!

Samsung Galaxy M04 (Samsung Galaxy M04 Light Green) –

এর দামও ১০,০০০ টাকার কম। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল ৪জিবি RAM, ১২৮জিবি স্টোরেজ, MediaTek Helio P35 Octa Core 2.3GHz প্রসেসর, Android 12, ১৩MP + ২MP ডুয়াল ক্যামেরা সেটআপ, ৫MP ফ্রন্ট ক্যামেরা এবং ৫০০০ mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি। Samsung Galaxy M04 বর্তমানে অ্যামাজনে ৮৪৯৯ টাকায় উপলব্ধ।

advertisement

Redmi 12 (Redmi 12 Moonstone Silver) –

এই ফোন ৪জিবি RAM, ১২৮ জিবি ROM সহ আসে যা ১TB পর্যন্ত বাড়ানো যায়। অ্যামাজনে এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম ৯৪৯৯ টাকা। এটি ৬.৭৯ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, ৫০MP + ৮MP + ২MP প্রধান ক্যামেরা এবং ৮MP ফ্রন্ট ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলির সঙ্গে সজ্জিত। এই ফোনে একটি ৫০০০ mAh ব্যাটারিও রয়েছে। এতে রয়েছে Helio G88 প্রসেসর।

advertisement

Lava Blaze 5G (Lava Blaze 5G Glass Green) –

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ফোনে রয়েছে ৫০MP AI ট্রিপল ক্যামেরা, ৪+৩জিবি RAM, ১২৮জিবি ROM, যা ১ TB পর্যন্ত বাড়ানো যায়। এটি ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, ক্লিন Android 12 OS এবং ৫০০০ mAh ক্ষমতার লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে সজ্জিত। এতে Octa-core 2.2GHz MediaTek Dimensity 700 প্রসেসর ইনস্টল করা আছে। অ্যামাজনে এই ফোনের দাম ৯২৯৯ টাকা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Year Ender 2023: দামে কম, কাজে নয়! বছর শেষে দেখে নিন ১০ হাজার টাকার নিচে ভারতের সেরা কয়েকটি ৫জি স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল