TRENDING:

এক চার্জেই ১২ দিন! অন্য ফিচার? তাতেও তাক লাগাচ্ছে শাওমি স্মার্টব্যান্ড ৭ প্রো!

Last Updated:

ভারতে ৪ অক্টোবর লঞ্চ করা হয়েছে শাওমির এই স্মার্টব্যান্ড ৭ প্রো। এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টব্যান্ড ৭ প্রো-র সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: শাওমি ৪ অক্টোবরের ইভেন্টে শুধুমাত্র নতুন স্মার্টফোন লঞ্চ করেনি। শাওমি সেই ইভেন্টে স্মার্টফোন ছাড়াও লঞ্চ করেছে তাদের স্মার্টব্যান্ড। শাওমি লঞ্চ করেছে তাদের প্রথম প্রো স্মার্টব্যান্ড মডেল। শাওমির এমআই ব্যান্ডের অধীনে লঞ্চ করেছে স্মার্টব্যান্ড ৭ প্রো। শাওমি বিগত জুলাই মাসে চিনে লঞ্চ করেছে এই স্মার্টব্যান্ড ৭ প্রো। এবার বিশ্বের বাজারে তারা লঞ্চ করতে চলেছে এই নতুন স্মার্টব্যান্ড ৭ প্রো। ভারতে ৪ অক্টোবর লঞ্চ করা হয়েছে শাওমির এই স্মার্টব্যান্ড ৭ প্রো। এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টব্যান্ড ৭ প্রো-র সমস্ত খুঁটিনাটি।
advertisement

স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। স্মার্টব্যান্ড ৭ প্রো-তে রয়েছে বিল্ট ইন জিপিএস যা সাহায্য করে সিমলেস নেভিগেশনে। স্মার্টব্যান্ড ৭ প্রোয়ের দাম হল ৯৯ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮১০০ টাকা। স্মার্টব্যান্ড ৭ প্রো পাওয়া যাচ্ছে দুটি কালারে- সাদা এবং কালো। এছাড়াও স্মার্ট ব্যান্ড ৭ প্রো-র স্ট্র্যাপটিও বেশ ব্রাইট।

advertisement

শাওমি স্মার্টব্যান্ড ৭ প্রো-র ফিচার -

শাওমি স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে ১.৬৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ৩২৬ পিপিআই- এর পিক্সেল ডেনসিটি যুক্ত। স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে মেটাল ফ্রেম। স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে ১১০টির উপরে স্পোর্টস মোড। এছাড়াও স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক ফিচার। এর মধ্যে রয়েছে এসপিও২ সেন্সর, স্লিপ মনিটর, হার্ট রেট সেন্সর ইত্যাদি।

advertisement

স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ডিফল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালেক্সা। স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং এবং জিপিএস। স্মার্টব্যান্ড ৭ প্রো-তে ব্যবহার করা হয়েছে গ্লোনাস, গ্যালিলেও, বেইডেও এবং কিউজেডএসএস। শাওমির তরফে জানানো হয়েছে যে, স্মার্টব্যান্ড ৭ প্রো একবার চার্জ দিলে একটানা ১২ দিন পর্যন্ত চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, শাওমি ১২টি সিরিজের ফোন লঞ্চ করা হতে চলেছে এই সপ্তাহেই। ভারতে শাওমি লঞ্চ করেছে রেডমি প্যাড ট্যাবও। ভারতে এর দাম শুরু ১৪৯৯৯ টাকা থেকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক চার্জেই ১২ দিন! অন্য ফিচার? তাতেও তাক লাগাচ্ছে শাওমি স্মার্টব্যান্ড ৭ প্রো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল