TRENDING:

Xiaomi: আপনার আদেশে এবার ঘর মুছবে রোবোট, Xiaomi এনেছে নতুন গ্যাজেট

Last Updated:

Xiaomi বৃহস্পতিবার ভারতে তার কিছু ‘স্মার্ট হোম প্রোডাক্ট’ লঞ্চ করেছে। এই গ্যাজেটগুলির মধ্যে রয়েছে একটি ভ্যাকুয়াম ক্লিনারও। এর নাম Xiaomi Robot Vacuum Mop-2i।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিয়মিত ঘর পরিষ্কার করা খুবই ঝামেলার কাজ। অথচ, স্বাস্থ্য সচেতনতার অন্যতম অঙ্গ হল পরিচ্ছন্নতা। তবে এখন প্রযুক্তির যুগ। তাই ঘর পরিষ্কারের কাজেও হাত লাগিয়েছে সে। অনেকটাই কম হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া বা মোছার পরিশ্রম।
আপনার আদেশে এবার ঘর মুছবে রোবোট, Xiaomi  এনেছে নতুন গ্যাজেট
আপনার আদেশে এবার ঘর মুছবে রোবোট, Xiaomi এনেছে নতুন গ্যাজেট
advertisement

Xiaomi বৃহস্পতিবার ভারতে বেশ কিছু ‘স্মার্ট হোম প্রোডাক্ট’ লঞ্চ করেছে। এই গ্যাজেটগুলির মধ্যে রয়েছে একটি ভ্যাকুয়াম ক্লিনারও। এর নাম Xiaomi Robot Vacuum Mop-2i।

এটি এমনই এক যন্ত্র যা ঘরে থাকলে নিয়মিত ঘর ঝাড় দেওয়া এবং মোছার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন যে কেউ। কেমন এই যন্ত্র, জেনে নেওয়া যাক বিস্তারিত—

advertisement

দাম: ভারতীয় বাজারে Xiaomi Robot Vacuum Mop 2i (Xiaomi RVC Mop 2i) এর দাম ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। আগামী ২৫ এপ্রিল থেকে Xiaomi-এর নিজস্ব ওয়েবসাইট এবং খুচরা দোকান থেকে গ্রাহকরা এই রোবোট কিনতে পারবেন। আগামী ২৮ এপ্রিল থেকে Amazon-এও পাওয়া যাবে এই প্রয়োজনীয় সামগ্রীটি।

advertisement

স্পেসিফিকেশন:

এবার জেনে নেওয়া যাক এই ভ্যাকুয়াম ক্লিনারের স্পেসিফিকেশন সম্পর্কে

এই যন্ত্রটি ঘর ঝাড় দেওয়া এবং মোছা, উভয় কাজই করতে পারবে। এতে রয়েছে ওয়াল সেন্সর, কলিশন সেন্সর, ক্লিফ সেন্সর এবং হুইল স্পিড সেন্সরের মতো ২৫ ধরনের সেন্সর। যাতে ঘর পরিষ্কার করার সময় কোনও ভাবেই কোনও সমস্যা তৈরি না হয়। এর উচ্চতা ৮১.৩ মিলিমিটার।

advertisement

Xiaomi Robot Vacuum-Mop 2i-এর ক্ষেত্রে ২২০০Pa সাকশন পাওয়ার ব্যবহার করার ক্ষমতা রয়েছে। এটি সাধারণত জিগ-জ্যাগ ক্লিনিং প্যাটার্ন অনুসরণ করে কাজ করে। এই ভ্যাকুয়াম ক্লিনারে ৪৫০ মিলিলিটার পৃথক ডাস্ট কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে।

এতে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি। যা একটানা ১০০ মিনিট চলতে পারে এবং প্রায় ১২০০ বর্গফুট এলাকা পরিষ্কার করতে পারে। Xiaomi Robot Vacuum-Mop 2i- তেও রয়েছে রিমোট কন্ট্রোল সাপোর্ট।

advertisement

আরও পড়ুন: আসছে Google Pixel 7a! ৫জি তো থাকছেই, বাকি ফিচারও তাকিয়ে দেখার মতোই!

এই ভ্যাকুয়াম ক্লিনারটি Mi Home অ্যাপের সঙ্গে কানেক্ট করে নেওয়া যেতে পারে। ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে ঘর পরিষ্কারের সময়সূচী তৈরি করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। এছাড়াও ক্লিনিং মোড, জলের স্তর এবং ডিভাইসের অবস্থান ট্র্যাক করা সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Google অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সার সাপোর্টও পাওয়া যেতে পারে। ফলে ভয়েস কমান্ড দিয়ে খুব সহজেই কাজ সেরে ফেলা যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Xiaomi: আপনার আদেশে এবার ঘর মুছবে রোবোট, Xiaomi এনেছে নতুন গ্যাজেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল