Google Pixel 7a: আসছে Google Pixel 7a! ৫জি তো থাকছেই, বাকি ফিচারও তাকিয়ে দেখার মতোই!

Last Updated:
Google-এর এই নতুন Pixel 7a ফোনে ৫জি ছাড়াও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হতে চলেছে।
1/7
Google তার আসন্ন I/O ডেভেলপার সম্মেলনে নিজেদের লেটেস্ট Pixel 7a স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। Google এর এই I/O ডেভেলপার সম্মেলন ইভেন্টটি আগামী ১০ মে আমেরিকায় শুরু হতে চলেছে। বিশেষ বিষয় হল লঞ্চের আগে, Google-এর এই নতুন Pixel 7a-এর বেশ কিছু ফিচার অনলাইনে প্রকাশিত হয়েছে।
Google তার আসন্ন I/O ডেভেলপার সম্মেলনে নিজেদের লেটেস্ট Pixel 7a স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। Google এর এই I/O ডেভেলপার সম্মেলন ইভেন্টটি আগামী ১০ মে আমেরিকায় শুরু হতে চলেছে। বিশেষ বিষয় হল লঞ্চের আগে, Google-এর এই নতুন Pixel 7a-এর বেশ কিছু ফিচার অনলাইনে প্রকাশিত হয়েছে।
advertisement
2/7
অনলাইনে প্রকাশিত হওয়া সেই ফিচার থেকে দেখা যাচ্ছে যে Google-এর এই নতুন Pixel 7a ফোনে ৫জি ছাড়াও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক Google-এর এই নতুন Pixel 7a ফোনের সকল খুঁটিনাটি।
অনলাইনে প্রকাশিত হওয়া সেই ফিচার থেকে দেখা যাচ্ছে যে Google-এর এই নতুন Pixel 7a ফোনে ৫জি ছাড়াও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক Google-এর এই নতুন Pixel 7a ফোনের সকল খুঁটিনাটি।
advertisement
3/7
MySmartPrice-এর ফাঁস হওয়া সেই রেন্ডার থেকে জানা গিয়েছে যে Google-এর এই নতুন Pixel 7a ফোন ডিজাইনের দিক থেকে Pixel 6a-এর মতোই হতে চলেছে। Google-এর এই নতুন Pixel 7a ফোনের সামনের দিকে কেন্দ্রীয়ভাবে সারিবদ্ধ পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখা যাবে।
MySmartPrice-এর ফাঁস হওয়া সেই রেন্ডার থেকে জানা গিয়েছে যে Google-এর এই নতুন Pixel 7a ফোন ডিজাইনের দিক থেকে Pixel 6a-এর মতোই হতে চলেছে। Google-এর এই নতুন Pixel 7a ফোনের সামনের দিকে কেন্দ্রীয়ভাবে সারিবদ্ধ পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখা যাবে।
advertisement
4/7
MySmartPrice-এর ফাঁস হওয়া সেই রেন্ডার থেকে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে, Google কোম্পানি তাদের নতুন ফোন Pixel 7a-এর বেজেলে কিছু পরিবর্তন এনে মডেল আগের থেকে পাতলা করেছে। এছাড়াও Google-এর এই নতুন Pixel 7a ফোনে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
MySmartPrice-এর ফাঁস হওয়া সেই রেন্ডার থেকে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে, Google কোম্পানি তাদের নতুন ফোন Pixel 7a-এর বেজেলে কিছু পরিবর্তন এনে মডেল আগের থেকে পাতলা করেছে। এছাড়াও Google-এর এই নতুন Pixel 7a ফোনে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
advertisement
5/7
MySmartPrice-এর ফাঁস হওয়া সেই রেন্ডার থেকে জানা গিয়েছে যে, Google-এর এই নতুন Pixel 7a ফোন একটি ধাতব ফ্রেমের সঙ্গে আসতে চলেছে। বর্তমানে, এমন কোনও তথ্য নেই যে Google ব্যাক প্যানেলের উপাদান পরিবর্তন করার কথা ভাবছে বা নতুন সংস্করণে পলিকার্বোনেট বডি থাকবে।
MySmartPrice-এর ফাঁস হওয়া সেই রেন্ডার থেকে জানা গিয়েছে যে, Google-এর এই নতুন Pixel 7a ফোন একটি ধাতব ফ্রেমের সঙ্গে আসতে চলেছে। বর্তমানে, এমন কোনও তথ্য নেই যে Google ব্যাক প্যানেলের উপাদান পরিবর্তন করার কথা ভাবছে বা নতুন সংস্করণে পলিকার্বোনেট বডি থাকবে।
advertisement
6/7
ফাঁস হওয়া প্রতিবেদনে ফোনের রঙের বিকল্পগুলিও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে যে Google-এর এই নতুন Pixel 7a হালকা নীল, সাদা এবং কালো বা ধূসর ভ্যারিয়েন্টে আসতে পারে। নীল রঙ বিগত বছরের স্লেজ রঙের জায়গায় আসতে চলেছে। এছাড়াও, দেখা যাচ্ছে যে, কালো (চারকোল) রঙ আগের তুলনায় কিছুটা হালকা।
ফাঁস হওয়া প্রতিবেদনে ফোনের রঙের বিকল্পগুলিও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে যে Google-এর এই নতুন Pixel 7a হালকা নীল, সাদা এবং কালো বা ধূসর ভ্যারিয়েন্টে আসতে পারে। নীল রঙ বিগত বছরের স্লেজ রঙের জায়গায় আসতে চলেছে। এছাড়াও, দেখা যাচ্ছে যে, কালো (চারকোল) রঙ আগের তুলনায় কিছুটা হালকা।
advertisement
7/7
এই পরিবর্তন হতে পারে -  ডিজাইনের দিক থেকে, Pixel 7a দেখতে আগের Pixel 7-এর মতই। কিন্তু, সামনের দিকে কিছুটা মোটা বেজেল থাকতে পারে। Pixel 7A ফোনে 7 এবং 7 Pro-এর মতোই Tensor G2 চিপ দেওয়া হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে Google অবশেষে Samsung, OnePlus এবং অন্যান্য কোম্পানির প্রতিযোগিতার চাপে ৯০Hz ডিসপ্লে অন্তর্ভুক্ত করছে।
এই পরিবর্তন হতে পারে - ডিজাইনের দিক থেকে, Pixel 7a দেখতে আগের Pixel 7-এর মতই। কিন্তু, সামনের দিকে কিছুটা মোটা বেজেল থাকতে পারে। Pixel 7A ফোনে 7 এবং 7 Pro-এর মতোই Tensor G2 চিপ দেওয়া হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে Google অবশেষে Samsung, OnePlus এবং অন্যান্য কোম্পানির প্রতিযোগিতার চাপে ৯০Hz ডিসপ্লে অন্তর্ভুক্ত করছে।
advertisement
advertisement
advertisement