TRENDING:

Xiaomi-র রিপাবলিক ডে সেল! ৩২ ইঞ্চি স্মার্ট টিভি মিলছে চমকে দেওয়া দামে

Last Updated:

এছাড়াও, ট্যাবলেট, ল্যাপটপ এবং মোবাইল অ্যাকসেসারিজও বিক্রি হচ্ছে বিশেষ অফারে। তবে Xiaomi-র রিপাবলিক ডে সেল-এ সেরা কিছু ডিল থাকছে টেলিভিশনের উপর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থা দিচ্ছে নানা আকর্ষণীয় ছাড়। Amazon এবং Flipkart থেকে Samsung-এর মতো সংস্থা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ সেল দিচ্ছে৷ প্রতিযোগিতায় টিকে থাকতে চিনা সংস্থা Xiaomi-ও নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড়। Xiaomi বিভিন্ন বিভাগের নানা ধরনের পণ্যের উপর এই ছাড় দিচ্ছে।
advertisement

খুব কম দামে সেলের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি বাজেট স্মার্টফোনেও ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, ট্যাবলেট, ল্যাপটপ এবং মোবাইল অ্যাকসেসারিজও বিক্রি হচ্ছে বিশেষ অফারে। তবে Xiaomi-র রিপাবলিক ডে সেল-এ সেরা কিছু ডিল থাকছে টেলিভিশনের উপর৷

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

advertisement

সে ক্ষেত্রে যাঁরা টেলিভিশন কিনবেন বলে ভাবছেন, তাঁদের জন্য দারুন সুযোগ নিয়ে আসতে পারে Xiaomi-র এই অফার। Xiaomi রিপাবলিক ডে সেল-এ ১০,০০০ টাকার কম দামে ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন কিনে নেওয়া যেতে পারে। যদি আরও উন্নত টেলিভিশন কেনার কথা ভাবেন তা হলে Xiaomi-র সাম্প্রতিক X50 সিরিজের মডেলটির কথা ভাবা যেতে পারে। ৪৪,৯৯৯ টাকার এই টেলিভিশনটি পাওয়া যেতে পারে মাত্র ৩০,০০০ টাকায়।

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক আর কী কী অফার রয়েছে টেলিভিশনের উপর—

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

Redmi Smart TV 32HD টিভি-র দাম ২৪,৯৯৯ টাকা। কিন্তু এই অফারে টিভি-টি পাওয়া যাবে মাত্র ৯,৪৪৯ টাকায়। শুধু তাই নয়, Paytm Wallet ব্যবহার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে এক হাজার টাকা পর্যন্ত। এছাড়া, IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে দেড় হাজার টাকা পর্যন্ত। কেউ চাইলে ইএমআই অপশনও বেছে নিতে পারেন, সেক্ষেত্রেও অতিরিক্ত ৫০০ টাকা ছাড় মিলতে পারে, Mobikwik ওয়ালেট দিয়ে কেনাকাটা করলেও মিলতে পারে ৫০০ টাকার ক্যাশব্যাক।

advertisement

বিশেষ অফারে Xiaomi এই টিভি-টির সঙ্গে ১,৯৯৯ টাকা দামে একটি স্মার্ট স্পিকারও দিচ্ছে।

Xiaomi Smart TV 5A-এর দাম 24,999 টাকা। কিন্তু প্রজাতন্ত্র দিবসের বিশেষ ছাড় এবং সেই সঙ্গে কিছু ব্যাঙ্ক অফার মিলিয়ে এই টিভি-টি মাত্র ১০,৩৪৯ টাকায় কিনে নেওয়া যেতে পারে। সংস্থা এই মডেলে IndusInd Bank, Paytm Wallet, Mobikwik ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় এবং ক্যাশব্যাক ডিল অফার করছে। তাছাড়া প্রিপেড ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত এক হাজার টাকা ছাড়ও মিলবে।

advertisement

Redmi Smart TV X43 -এর দাম ৪২,৯৯৯ টাকা। কিন্তু Xiaomi রিপাবলিক ডে সেল-এ এটি ২১,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা Paytm Wallet, Mobikwik ক্যাশব্যাক ডিল পেতে পারেন। এছাড়া, IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলেও বিশেষ সুবিধা পাওয়া যেতে পারে। সঙ্গে একটি স্মার্ট স্পিকার কিনলে, তার দামেও বিশেষ ছাড় দেবে Xiaomi।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Xiaomi-র রিপাবলিক ডে সেল! ৩২ ইঞ্চি স্মার্ট টিভি মিলছে চমকে দেওয়া দামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল