১০,৫০০ টাকায় এই মোবাইলে থাকছে 32GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আরও দুটি ভার্সন থাকছে এই Redmi Note 7-এর। যেখানে থাকছে 4GB RAM ও 64GB স্টোরেজ। এই ভার্সনটির দাম ১২,৪০০টাকা। এছাড়াও থাকছে 6GB RAM ও 64GB স্টোরেজ। যার দাম ১৪,৫০০টাকা।
হান্ডসেটটির প্রধান ফিচারসের মধ্যে থাকছে 6.3-inch full-HD+ (2340x1080 pixels) LTPS ডিসপ্লে, 19.5:9 আসপেক্ট রেশিও , 450 nits ব্রাইটনেস, 84 পারসেন্ট NTSC colour gamut, করনিং গরিলা গ্লাস 5, and 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 অক্টা-কোর SoC 3GB, 4GB এবং 6GB RAM.
advertisement
কামেরাতেও থাকছে নতুন চমক। ডুয়াল ক্যামেরা সেটআপ 48-megapixel সোনি MX586 সেন্সর ও f/1.8 aperture এবং 5-megapixel সেন্সর, এছাড়াও থাকছে AI ব্যাকড সফটওয়্যার ফিচার। থাকছে 13-megapixel সেলফি ক্যামেরা। 4,000mAh ব্যাটারি, Quick Charge 4 support, USB টাইপ-C, 3.5mm অডিও জ্যাক, 4G VoLTE ও MIUI 9, অ্যান্ডরয়েড ওড়িও।
দেখুন আরও ভিডিও--->