সংস্থার নতুন টিজার বলছে Redmi 10 আসছে। ১৭ মার্চ সেটি এ দেশে লঞ্চ করা হচ্ছে। এই টিজারেই খানিকটা আভাস দেওয়া হয়েছে ফোনটির সম্পর্কে, যেমন, ক্যামেরা, ডিসপ্লে, বড় ব্যাটারি এবং Snapdragon। ফোনের লে-আউট থেকে বোঝা যাচ্ছে Redmi 10 সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে। আগের ফোনগুলির তুলনায় যে ভাবে ডিজাইন পরিবর্তন হয়েছে, তাতে অনুমান করা যায় যে এটিতে Snapdragon 680 চিপসেট প্রযুক্তি রয়েছে। কারণ ফোনটি 6nm পদ্ধতি নির্মিত।
advertisement
তবে আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলা এই নতুন স্মার্টফোনের বিশদ বিবরণ এখনও পাওয়া যায়নি। তবে সংস্থা ইঙ্গিত দিয়েছে— দ্রুত চার্জিং, বেশি ব্যাটারি লাইফ এবং Ultra-fast স্টোরেজ। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে, Redmi 10 সিরিজের নতুন স্মার্টোফোনটিতে ৫০০০mAh ব্যাটারির জন্য ১৮W দ্রুত চার্জিং ব্যবস্থা থাকতে পারে এবং UFS ২.২ স্টোরেজও থাকতে পারে।
আরও পড়ুন: ঘোড়াকে চুমু খেয়ে বিপদে মডেল! নগ্ন করে ছাড়ল আদরের ঘোড়া! ভাইরাল ভিডিও
টিজারের থেকে আরও যা বোঝা যাচ্ছে, তা হল, এই ফোনে থাকছে টেক্সচার ব্যাক প্যানেল। রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল সেন্সর, AI সেন্সর-সহ। Redmi 10-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৯০Hz ডিসপ্লে, যা MediaTek Helio G88 SoC দ্বারা চালিত, ৫০০০mAh ব্যাটারিতে ১৮W দ্রুত চার্জিং, ৫০মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল।
আরও পড়ুন: অ্যাপ না-উড়িয়েই মিলবে ফোনের স্পেস-সমস্যার সমাধান, অ্যান্ড্রয়েড আনতে পারে নয়া ফিচার!
গত কয়েক বছরে বাজেট ফোনগুলি বেশ অনেক রকম প্রযুক্তির সহাবস্থানে দক্ষতা দেখাতে শুরু করেছে। তবে কম দামে রাখতে গিয়ে অনেক সময়ই চিপসেটের ঘাটতি দেখা দেয়। তবে এই অতিমারী কালে বাজার অর্থনীতির যা অবস্থা তাতে কম দামী মোবাইলের দিকে যে ক্রেতার বেশি ঝুঁকবেন তা বলাই যায়। এই পরিস্থিতিতে Redmi 10 স্মার্টফোনটি ৪ GB RAM –সহ বেসিক ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার টাকার মধ্যে হতে পারে বলেই মনে করা হচ্ছে।