Xiaomi Mix 4
চিনে অগাস্ট মাসে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতে নভেম্বর মাসে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। Xiaomi Mix 4 এই ফোনটির দাম প্রায় ৫৫,০০০ টাকার মতো। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচ ডি (Full HD) এর এই ফোনটি অ্যামোলেড ডিসপ্লে (AMOLED Display) যুক্ত। এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮৮৮ প্লাস এসওসি (Octa-Core Qualcomm Snapdragon 888+ SoC), ১২ জিবির (GB) এলপিডিডিআরফাইভ র্যাম (LPDDR5 RAM)। এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা (Triple Rear Camera), ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি এইচএমএক্স সেন্সর (Megapixel Primary HMX Sensor), ৫০এক্স জুম (55x Zoom) সহ ১৩ মেগাপিক্সেল সেন্সর যুক্ত পেরিস্কোপ শেপের টেলিফটো লেন্স (Periscope Shaped Telephoto Lens), ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শ্যুটার (Ultra Wide Shooter)। Xiaomi Mix 4 এই ফোনটির সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।
advertisement
আরও পড়ুন- কেমন হতে চলেছে iPhone 13-র ব্যাটারি ক্যাপাসিটি ? iPhone 12-র সঙ্গে তফাত থাকছে কি
Xiaomi Mi Mix Fold
এটি হল Xiaomi কোম্পানির প্রথম ফোল্ডিং (Folding) ফোন। চিনে মার্চ মাসে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতে এই বছরই Xiaomi Mi Mix Fold ফোনটি লঞ্চ করা হতে পারে। এর দাম প্রায় ১,০০,০০০ টাকা। ইনওয়ার্ড ফোল্ডিং ডিজাইনের (Inward Folding Design) এই ফোনটি ৮.০১ ইঞ্চির ডাবলুকিউএইচডি (WQHD) এবং ওলেড ডিসপ্লে (OLED Display) যুক্ত। এই ফোনটির বাইরের দিকে রয়েছে ৯০ এইচজি রিফ্রেশ রেট (90Hz Refresh Rate) সহ ৬.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮৮৮ এসওসি। এতে রয়েছে ১৬ জিবির এলপিডিডিআরফাইভ র্যাম, ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ (UFS 3.1 Storage)। এই ফোনটিতে রয়েছে বাটারফ্লাই টাইপ কুলিং সিস্টেম (Butterfly Type Cooling System) সহ ভিসি লিকুইড কুলিং (VC Liquid Cooling), থার্মাল জেল (Thermal Gel) এবং মাল্টিলেয়ার গ্রাফাইট শিট (Multilayer Graphite Sheet)।
Xiaomi Redmi K50
Xiaomi তাদের নতুন ফোন Redmi K50 নিয়ে এখনও কাজ চালিয়ে যাচ্ছে। এই ফোনটিতে রয়েছে ৮৭০ এসওসি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন। Redmi-র এই ফোনটিতে রয়েছে ২৪০০ x ১০৮০ রেজোলিউশন (Resolution) যুক্ত ৬.৭ ইঞ্চির এফএইচডি এবং ওলেড ডিসপ্লে।