TRENDING:

১০ হাজার টাকার কমে দুর্দান্ত 5G স্মার্টফোন আসছে বাজারে! বড়সড় ঘোষণা হয়ে গেল

Last Updated:

Redmi A4 5G Launch date- কারণ ভারতে ১০০০০ টাকার নীচে নিজেদের প্রথম ৫জি ফোন লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। এই ফোনটির নাম হল Redmi A4 5G।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই মুহূর্তে যাঁরা স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য দারুণ সুখবর। তবে তাঁদের আর কয়েকটা দিন অপেক্ষা করে যাওয়া উচিত। কারণ ভারতে ১০০০০ টাকার নীচে নিজেদের প্রথম ৫জি ফোন লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। এই ফোনটির নাম হল Redmi A4 5G। গত মাসে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৪-এ Qualcomm-এর সঙ্গে মিলে এই ডিভাইসটি সর্বসমক্ষে এনেছে তারা। ফলে বোঝাই যাচ্ছে যে, বাজারে আসার জন্য এই ফোন একেবারে প্রস্তুত।
News18
News18
advertisement

সবথেকে বড় কথা হল, এই Redmi ফোন চালিত হবে নতুন Snapdragon 4s Gen 2 চিপসেট দ্বারা। এবং ১০ হাজার টাকার বাজেটের মধ্যে থাকা এই প্রথম কোনও ফোনে এই হার্ডওয়্যার ব্যবহার করা হল। তবে এখনও পর্যন্ত Redmi A4 5G ফোনের দাম আমরা জানতে পারিনি। তবে কম দামের কারণে তা গ্রাহকদের মন জয় করে নেবে বলে আশা করা হচ্ছে। এর দাম এবং ফিচার কেমন থাকবে আর আমরা এর থেকে কী কী প্রত্যাশা রাখতে পারি, সেই বিষয়টাই আলোচনা করে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন- কয়েক হাজার বছরের প্রাচীন এই শিবমন্দির গ্রামীণ ইতিহাসের এক জীবন্ত দলিল

Redmi A4 5G লঞ্চ: দাম এবং ফিচার

যদিও এখনও পর্যন্ত এই নতুন ৫জি ফোনের কোনও স্পেসিফিকেশন প্রকাশ্যে আনেনি Xiaomi। কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে, নতুন Snapdragon 4s Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে এই ফোন। যার জন্য বেশ আনন্দিত ক্রেতারা। এই নতুন ৫জি চিপসেট স্ক্রিনে ৯০ হার্ৎজ রিফ্রেশ রেটের সুবিধা প্রদান করবে। যার ফলে Full HD+ রেজোলিউশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা। এখানেই শেষ নয়, এই চিপসেট ৮ জিবি পর্যন্ত RAM সাপোর্ট করে। সেই সঙ্গে স্টোরেজের জন্য UFS 3.1 সাপোর্ট করছে। যার জেরে অ্যাপগুলি আরও দ্রুত কাজ করতে সক্ষম হবে। আর এই ডিভাইসে মাল্টি-টাস্কিংও দারুণ হবে।

advertisement

আরও পড়ুন- সোনাঝুরি হাটে যাচ্ছেন? এই খবর না জানলেই বড় মিস!

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

শুধু তা-ই নয়, নতুন এই হার্ডওয়্যার আরও নানা সুবিধা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল ৪০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড। আসলে বাজেট ফোনে এই চার্জিং স্পিড পাওয়া মুশকিল। সেক্ষেত্রে এই ফিচারে বড়সড় আপগ্রেড দিচ্ছে Redmi A4 5G। আপাতত Xiaomi কীভাবে এই বাজেট ফোনটির প্যাকেজ ডিজাইন করেছে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। আর আজকালকার দিনে এই স্মার্টফোনটি বেশ আকর্ষণীয় সস্তা দামেই পাওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১০ হাজার টাকার কমে দুর্দান্ত 5G স্মার্টফোন আসছে বাজারে! বড়সড় ঘোষণা হয়ে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল