TRENDING:

ভুল করে চালান কাটা গিয়েছে? ঘাবড়েন না, 'এখানে' নালিশ করুন, টাকা খসবে না

Last Updated:

Traffic Challan: আসলে রাস্তায় ভিড় থাকার কারণে এমনটা হয়ে থাকে। এই পরিস্থিতিতে গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তায় বিড়ম্বনায় পড়তে হয় বহু মানুষকে। ফলে গাড়ির মালিক কিংবা গাড়ির চালকের সমস্যার অন্ত থাকে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনেক সময় কোনও ভুল না থাকা সত্ত্বেও ট্র্যাফিক পুলিশ গাড়ির চালান কেটে ফেলেন। আসলে রাস্তায় ভিড় থাকার কারণে এমনটা হয়ে থাকে। এই পরিস্থিতিতে গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তায় বিড়ম্বনায় পড়তে হয় বহু মানুষকে। ফলে গাড়ির মালিক কিংবা গাড়ির চালকের সমস্যার অন্ত থাকে না।
News18
News18
advertisement

এমন অবস্থায় গাড়ির মালিক বা চালক বুঝে উঠতে পারেন না যে, তাঁর কী করা উচিত। কিংবা কোথায় বা কার কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করা উচিত। রাস্তায় বেরিয়ে এই সমস্যায় জর্জরিত হয়ে পড়লে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আজকের প্রতিবেদনে আমরা এই কৌশলের বিষয়ে কথা বলব। সেই সঙ্গে ভুল চালান কাটা হলে কোথায় অভিযোগ দায়ের করা উচিত, সেই বিষয়েও আমরা আলোচনা করব।

advertisement

আরও পড়ুন- ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট, Royal Enfield Bullet 350 নিলে ইএমআই কত পড়বে?

অনলাইনে অভিযোগ দায়ের করা যাবে কীভাবে?

যদি পথচারীর গাড়ির চালান ভুল করে ট্র্যাফিক পুলিশ কেটে নেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অনলাইন এবং অফলাইন – উভয় কৌশলে অভিযোগ দায়ের করলেই তিনি নিজের টাকা ফেরত পেয়ে যাবেন। আর অনলাইনে অভিযোগ জানানোর জন্য প্রথমে সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

advertisement

সেই কারণে প্রথমে যেতে হবে morth.nic.in-এ। এরপর সেখানে গিয়ে Grievance অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের সমস্ত জরুরি তথ্য সাবমিট করতে হবে। এবার সেখানে পথচারীর নাম, মোবাইল নম্বর এবং চালান নম্বর দেওয়ার নির্দেশ আসবে। সেই সমস্ত তথ্য প্রদান করার পর নিজের ফর্ম সাবমিট করতে হবে। এরপর সেই অভিযোগ খতিয়ে দেখা হয় এবং সমস্ত তদন্তের পর ভুল করে কাটা চালান বাতিল করে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন- ১ টাকা খরচ হবে না! বাড়িতে এসি সার্ভিস করার কায়দা শিখে নিন, খরচ বাঁচবে

অফলাইনে অভিযোগ দায়ের করা যাবে কীভাবে?

অনলাইনে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই পরিস্থিতিতে অফলাইনেও অভিযোগ দায়ের করা যেতে পারে। নিকটবর্তী থানা অথবা হেল্পলাইন নম্বরের সাহায্য নিয়ে নিজের সমস্যার কথা জানানো যেতে পারে। যদি কোনও ব্যক্তি দিল্লিতে থাকেন এবং তাঁর নামে ভুল করে চালান কাটা হয়, তাহলে তাঁর কী করণীয়। প্রথমে তাঁকে দিল্লি ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমের 11-2584-4444 অথবা 1095 নম্বরে কল করতে হবে। তারপর সেখানেই ভুল চালান সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভুল করে চালান কাটা গিয়েছে? ঘাবড়েন না, 'এখানে' নালিশ করুন, টাকা খসবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল