ট্যুইটারে গাড়ির ভিডিওটি শেয়ার করেছেন ম্যাসিমো৷ ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে সায়ান রঙের গাড়িটি রাজপথে চলছে৷ একে গাড়ি বলে মানতেই নারাজ অনেকে৷ কারণ এই বাহনে দরজা বা টায়ার নেই৷ যাঁরা গাড়িটিকে দেখেছেন, তাঁরা বিস্মিত৷ নজর কেড়েছে গাড়ির বনেট৷ কারণ বনেটের সুবাদে রাজপথে কার্যত ভেসে চলে গাড়িটি৷ ভূমির সঙ্গে প্রায় মিশে থাকা গাড়িটির চার দিকেই রয়েছে জানালা৷
advertisement
গাড়িটির ভিডিও প্রথমে শেয়ার করেছিল ইউটিউব চ্যানেল ক্যারামাঘেডন৷ তারা দেখিয়েছিল কীভাবে একটি ভাঙা গাড়িকে রূপান্তর করা হয়েছে বিশ্বের নিচুতম গাড়িতে৷ গাড়িতে রয়েছে একটি রোবট এবং সামনে একটি গোপ্রো ক্যামেরা৷ যাতে চলার পথ স্পষ্ট দেখতে পান চালক৷
সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে বলা হয়েছে, ‘‘এটাই বিশ্বের নিম্নতম গাড়ি৷’’ ট্যুইটারে শেয়ার করার পর থেকে ভিউজ ছাপিয়ে গিয়েছে ৩৮ মিলিয়ন৷ লাইক এসেছে ১১.৪ লক্ষ৷ নেটিজেন তথা বাহনবিলাসীরা বিস্ময়ে বাকরুদ্ধ অভিনব এই বাহনকে দেখে৷